ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মসূচি

প্রকাশিত: ১৭:৫২, ৩ জুলাই ২০২৫; আপডেট: ১৭:৫৩, ৩ জুলাই ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মসূচি

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ২৩ জুলাই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষ্যে বেশ কিছু কর্মসূচি পালন করা হবে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে কর্মসূচির বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন তিনি। তিনি জানান, ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসব কর্মসূচি পালিত হবে।

কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে-

রেমিট্যান্স যোদ্ধাদের ছবি সম্বলিত ডিসপ্লে বোর্ড স্থাপন

তথ্যচিত্র: ক) রেমিট্যান্স যোদ্ধাদের আন্দোলনের ফুটেজ ভিত্তিক ও খ) প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্টগণের অবদান বিষয়ে তথ্যচিত্র প্রদর্শন

জুলাই রেমিট্যান্স যোদ্ধাদের স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট প্রদান এবং তাদের জন্য গৃহীত বিভিন্ন বিষয় (অনুদান, কর্মসংস্থান, পুনরায় প্রেরণ) অবহিতকরণ

অনুষ্ঠানমঞ্চে মধ্যপ্রাচ্যের রেমিট্যান্স যোদ্ধাদের কর্তৃক আন্দোলনের অভিজ্ঞতা বর্ণনা

বিদেশস্থ বাংলাদেশ মিশনে শ্রম-কল্যাণ উইং কর্তৃক রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে দিবসটি উদযাপন

জেলা পর্যায়ে সকল টিটিসি কর্তৃক দিবস উদযাপন।

 

সূত্র: https://www.facebook.com/share/16phTcPxEc/

রাকিব

×