
ছবি: সংগৃহীত
গত ৯ দিনে দেশে ২৪ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, “দেশে নারী ও শিশু নির্যাতন এখন মহামারির রূপ নিয়েছে। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলছে। এর পেছনে মূল কারণ—রাজনীতি, মাদক, মোবাইল ফোনের অপব্যবহার ও পর্নোগ্রাফি। এসব বন্ধে সরকার নতুন আইন প্রণয়নের চিন্তাভাবনা করছে।”
২০ থেকে ২৯ জুন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের শিকার হওয়া ২৪ জন ভুক্তভোগীর বিষয়ে তথ্য তুলে ধরে তিনি বলেন, “এমন ঘটনাও ঘটেছে যেখানে ষাট বছরের এক বৃদ্ধ একটি শিশুকে ধর্ষণ করেছে। আমরা তো ধর্মভীরু জাতি, ধর্মবিরোধী না—তাহলে এমন ঘটনা কীভাবে সম্ভব?”
শারমীন মুরশিদ আরও বলেন, “এই পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আমি এখন মৃত্যুদণ্ডের পক্ষে। যদিও আমি একজন মানবাধিকারকর্মী, তবুও এমন অপরাধের জন্য কঠিন শাস্তি দরকার।”
তিনি দেশের বিভিন্ন মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতনের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। বলেন, “মাদ্রাসাগুলো অনেক সময় চোখের আড়ালে থেকে যায়। সেখানে শিশুদের সঙ্গে কী হচ্ছে, সেই তথ্য আমাদের হাতে আসে না। অথচ বহু শিশু সেখানে যৌন নির্যাতনের শিকার হচ্ছে, যার ফলে তাদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।”
তিনি জানান, “এসব বিষয়ে অভিভাবক ও সমাজ সচেতন না থাকায় অনেক কিছু আড়ালেই থেকে যায়। সংশ্লিষ্ট মাদ্রাসাগুলো স্বীকার করে কি না জানি না, তবে ঘটনা সামনে আসছে। এ অবস্থার উন্নয়নে শিক্ষা মন্ত্রণালয়ের লোকদের সরাসরি স্কুল-মাদ্রাসায় পাঠানো হবে। তাদের জবাবদিহির আওতায় আনতে হবে—এটাই আমার দাবি।”
ফারুক