
ছবি: সংগৃহীত।
আগামীকাল শুক্রবার (৪ জুলাই) থেকে শুরু হচ্ছে টানা তিন দিনের ছুটি। শুক্র ও শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হয়েছে রবিবারের (৬ জুলাই) আশুরা উপলক্ষে সরকার ঘোষিত ছুটি। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এই তিন দিন পরপর ছুটি উপভোগ করতে পারবেন।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ৬ জুলাই (রবিবার) পবিত্র আশুরা পালিত হবে। দিনটি উপলক্ষে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে।
এই ছুটিতে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। পাশাপাশি ব্যাংক, বীমা, শেয়ারবাজার এবং দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানও এই সময়ে বন্ধ থাকবে।
তবে ছুটির এই সময়েও জরুরি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ—যেমন হাসপাতাল, বিদ্যুৎ, পানি, ফায়ার সার্ভিস, গণপরিবহন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কার্যক্রম যথারীতি চালু থাকবে।
নুসরাত