ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

পরিচালক আমাকে বলেছিল, ধরে নাও তুমি ইমরান হাশমির সঙ্গে খেলা করছ: তনুশ্রী

প্রকাশিত: ২১:২৪, ২ জুলাই ২০২৫; আপডেট: ২১:২৫, ২ জুলাই ২০২৫

পরিচালক আমাকে বলেছিল, ধরে নাও তুমি ইমরান হাশমির সঙ্গে খেলা করছ: তনুশ্রী

ছবি: সংগৃহীত

এক সময়ের বলিউডের আলোচিত নাম তনুশ্রী দত্ত। ইমরান হাশমির সঙ্গে ‘আশিক বনায়া আপনে’ গানে তার সাহসী উপস্থিতি বলিউডে তাকে রাতারাতি পরিচিতি এনে দিয়েছিল। ঘনিষ্ঠ দৃশ্যে অনায়াস অভিনয়ের কারণে তিনি তখন হয়ে উঠেছিলেন সেক্স সিম্বল।

তবে অল্প সময়ের জন্যই রয়ে গিয়েছিলেন লাইমলাইটে। ২০১৩ সালের পর আর দেখা যায়নি তাকে পর্দায়। তবে মাঝে মাঝেই আলোচনায় উঠে আসে সেই গান ও ইমরানের সঙ্গে চুমুর দৃশ্য।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তনুশ্রী বলেন, “বলিউডে তখন সদ্য পা রেখেছি। ইমরান যে ‘সিরিয়াল কিসার’ তা জানতাম। প্রথম দিনেই ‘আশিক বনায়া আপনে’র ওই ঘনিষ্ঠ গানের শুট ছিল। আমি দারুণ টেনশনে ছিলাম।”

তিনি আরও জানান, ছবির পরিচালক আদিত্য দত্ত তখন তাকে অভিনয় সহজ করতে এক অদ্ভুত কৌশল শেখান। “তিনি বলেন, ইমরান যখন চুমু খাবে বা শরীরে হাত দেবে, তখন ভেবে নিও সে তোমার ভাই, তোমরা শুধু খেলছ!” — বলেন তনুশ্রী।

উল্লেখ্য, ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘আশিক বনায়া আপনে’ সিনেমাটি নির্মিত হয়েছিল হলিউড ছবি ‘ট্যাঙ্গল্ড’ (২০০১) থেকে অনুপ্রাণিত হয়ে। এতে তনুশ্রী ও ইমরান ছাড়াও অভিনয় করেছেন সোনু সুদ, বিবেক ভাসওয়ানি ও জাবিন খান প্রমুখ।

আসিফ

×