ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

‘আন্দাজ আপনা আপনা ২’-এ শাহরুখ-সালমান-আমির একসঙ্গে! আমির খান দিলেন রহস্যময় ইঙ্গিত!

প্রকাশিত: ০১:৩৯, ৩ জুলাই ২০২৫; আপডেট: ০১:৩৯, ৩ জুলাই ২০২৫

‘আন্দাজ আপনা আপনা ২’-এ শাহরুখ-সালমান-আমির একসঙ্গে! আমির খান দিলেন রহস্যময় ইঙ্গিত!

বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি সিনেমা ‘আন্দাজ আপনা আপনা’ এর সিক্যুয়েল শীঘ্রই দর্শকদের জন্য আসতে চলেছে। সম্প্রতি এই সুখবরটি দিয়েছেন ছবির মূল অভিনেতা আমির খান। এক সাক্ষাৎকারে তিনি জানান, পরিচালক রাজকুমার সন্তোষী বর্তমানে ছবির চিত্রনাট্যের উপর কাজ করছেন। সবকিছু ঠিকঠাক চললে, শীঘ্রই শুরু হবে ‘আন্দাজ আপনা আপনা ২’ এর শুটিং।

১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘আন্দাজ আপনা আপনা’ প্রথমে বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। তবে সময়ের সঙ্গে ছবিটি হয়ে ওঠে বলিউডের কাল্ট ক্লাসিক কমেডি। সলমন খান, আমির খান, করিশ্মা কাপুর এবং রবিনা ট্যান্ডনের অভিনয়, চমৎকার রসায়ন, হাস্যরসাত্মক সংলাপ এবং বুদ্ধিদীপ্ত রসিকতায় ছবিটি পেয়েছে বিপুল জনপ্রিয়তা।

এবার সিক্যুয়েলের খবরে উচ্ছ্বসিত অনুরাগীরা। কিন্তু আমির খান আরও একটি বড় চমক দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, ‘আন্দাজ আপনা আপনা ২’ প্রজেক্টে তিনজন সুপারস্টার—আমির খান, শাহরুখ খান এবং সলমন খান একসঙ্গে আসতে পারেন! যদিও, এটি এখনও নিশ্চিত হয়নি, কারণ তিনজনেই এমন একটি চিত্রনাট্য খুঁজছেন যা তাদের তারকা মর্যাদার সঙ্গে মানানসই হবে।

এই দুঃসাহসিক প্রজেক্ট নিয়ে যা কিছু ঘটবে, তা দেখতে হলে একটু ধৈর্য্য ধরতে হবে।

 

রাজু

×