
বলিউডে পা রাখার জন্য প্রস্তুত শানায়া কাপুর। তবে তার যাত্রা শুরু হওয়ার আগে, এক অদ্ভুত অভিজ্ঞতা পেয়েছেন তিনি—নিজের শরীর, পোশাক, এবং চেহারা নিয়ে অনলাইনে নোংরা মন্তব্য আর রুচিহীন কটাক্ষের শিকার। তবে শানায়া এই সবকে কীভাবে নিয়েছেন? জানালেন তিনি নিজেই।‘আঁখোঁ কী গুস্তাখিয়া’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন শানায়া কাপুর। কিন্তু তার আগেই তিনি সোশ্যাল মিডিয়ার ঝঞ্ঝাটের বিরুদ্ধে নিজেকে প্রস্তুত করছেন। সম্প্রতি, এক সাক্ষাৎকারে শানায়া অকপটে জানিয়েছেন, "আমি নিজেই সমাজমাধ্যমে আমার সম্পর্কে নেতিবাচক মন্তব্য এবং আর্টিকেল খুঁজি! দর্শকদের আমার সম্পর্কে কী ধারণা, সেটা জানাটা আমার দায়িত্ব।"
এমন সময়ে, যখন বেশিরভাগ তারকা অনলাইন ট্রোলিং এবং ঘৃণাকে এড়িয়ে চলার চেষ্টা করেন, সেখানে শানায়ার দৃষ্টিভঙ্গি পুরোপুরি ভিন্ন। যখন তার শরীর, চেহারা কিংবা পোশাক নিয়ে তীব্র মন্তব্য এবং ট্রোলিং আসে, তখন তিনি কিভাবে তা সামলান? শানায়া জানান, "অনেক সময় এসব মন্তব্য অত্যন্ত নিষ্ঠুর হয়। বিশেষ করে আমার পোশাক, দেখতে কেমন বা শরীর কেমন—এগুলো নিয়ে। তবে আমি এসব মন্তব্যকে আলাদা করে ফেলি। আমি অনেক আগেই এই যাত্রাপথে অভিজ্ঞতা অর্জন করেছি। আমি জানি কোন মন্তব্য আমাকে অবহেলা করতে হবে এবং কোনটা গ্রহণ করতে হবে। আমি এসবকে ইতিবাচকভাবে দেখি। এটা আমার অভিনয় দক্ষতার প্রতিফলন, যেখান থেকে আমি শেখার সুযোগ পাই।"
এভাবে শানায়ার এই মনোভাব সত্যিই প্রমাণ করে, সে কেবল একজন তারকা নয়, বরং একজন শক্তিশালী ব্যক্তি, যে জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে আলিঙ্গন করে এগিয়ে যাচ্ছে।
রাজু