
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ)–এর এক কমান্ডারসহ দুইজন সশস্ত্র সদস্য নিহত হয়েছেন। নিহত অপরজনও কেএনএ সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বুধবার গভীর রাত থেকে শুরু হওয়া এই অভিযান এখনো চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নিরাপত্তা সূত্র।
সেনাবাহিনীর অভিযানে ঘটনাস্থল থেকে ৩টি সাব-মেশিন গান (এসএমজি), ১টি রাইফেল এবং বিপুল পরিমাণ গুলি ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, “ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য যাচাই-বাছাই শেষে জানানো হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বান্দরবানের বিভিন্ন পাহাড়ি এলাকায় কেএনএ সশস্ত্র তৎপরতা চালিয়ে আসছিল। সম্প্রতি সংগঠনটির বিরুদ্ধে সেনাবাহিনী অভিযান জোরদার করেছে।
এদিকে, অভিযানের পর এলাকাজুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে এবং তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
মিমিয়া