ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

আড়াই বছরে কেন দ্বিগুণ হল সোনার দাম!

প্রকাশিত: ১৭:১৭, ৩ জুলাই ২০২৫

আড়াই বছরে কেন দ্বিগুণ হল সোনার দাম!

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে চলতি সময়ে নজিরবিহীনভাবে বেড়েছে স্বর্ণের দাম। ২০২২ সালের অক্টোবরেও যেখানে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১,৬৩০ মার্কিন ডলার, সেখানে ২০২৫ সালের মাঝামাঝি এসে তা দাঁড়িয়েছে ৩,৩৩০ ডলারেরও বেশি। মাত্র ২৮ মাসে দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। শুধু গত বছরেই স্বর্ণের মূল্য বেড়েছে ৪০ শতাংশের বেশি।

 

 

বিশ্লেষকরা বলছেন, এটি কোনো সাধারণ বাজার পরিবর্তন নয়, বরং একটি বিশ্বব্যাপী অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক টানাপড়েনের ফল। বিশ্ববাজারে স্বর্ণের দর হঠাৎ করে বাড়ার পেছনে বেশ কয়েকটি মূল কারণ চিহ্নিত করেছেন অর্থনীতিবিদরা:

১. ভূ-রাজনৈতিক অস্থিরতা

ফিনান্সিয়াল টাইমসের বিশ্লেষণ বলছে, গত তিন বছরে ইউক্রেন যুদ্ধ, চীন-যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং মধ্যপ্রাচ্য সংকটের কারণে অর্থনৈতিক অনিশ্চয়তা বেড়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো মন্দার আশঙ্কায় রিজার্ভে স্বর্ণ সংযোজন বাড়িয়েছে*।

২. ডলারের পতন

সাম্প্রতিক সময়ে ডলারের বিপরীতে অন্যান্য মুদ্রার মান বেড়েছে। গত কয়েক মাসে ডলারের মান কমেছে প্রায় ১০ শতাংশ। ফিনান্সিয়াল টাইমস জানায়,

“ডলারের দুর্বলতা মানেই মার্কিন অর্থনীতির প্রতি আস্থার হ্রাস। ফলে বিনিয়োগকারীরা ডলারভিত্তিক সম্পদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।”

৩. নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে স্বর্ণ

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ট্রাম্প প্রশাসনের কর কাঠামো হ্রাস ও সরকারি ব্যয় সংকোচনের বিল পাস হওয়ার পর বিনিয়োগকারীদের কাছে আবারো স্বর্ণ নিরাপদ আশ্রয় হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের এক জরিপে বলা হয়,বিশ্বের ৪৩ শতাংশ কেন্দ্রীয় ব্যাংক আগামী ১২ মাসে রেকর্ড পরিমাণ স্বর্ণ কিনবে। ব্যাংক অব আমেরিকার পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম পৌঁছাতে পারে ৪,০০০ ডলারে।

 

স্বর্ণের এই অস্বাভাবিক চাহিদা ও দামের ঊর্ধ্বগতি যেমন বিনিয়োগকারীদের জন্য মুনাফার আশ্বাস নিয়ে এসেছে, তেমনি বিশ্বের দরিদ্র অঞ্চলগুলোতে *অবৈধ খনি উত্তোলন* উদ্বেগজনক হারে বেড়ে গেছে।

বিশেষত আফ্রিকার দরিদ্র দেশগুলোতে অবৈধভাবে খনি থেকে স্বর্ণ উত্তোলনের প্রবণতা বেড়েছে বহু গুণ। এতে করে ওই অঞ্চলগুলোতে *সংঘাত, পরিবেশ ধ্বংস এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়েছে*।

উদাহরণস্বরূপ, আমাজন অঞ্চলে গত দুই বছরে শুধুমাত্র অবৈধ স্বর্ণ উত্তোলনের কারণে ৪,০০০ হেক্টর বনাঞ্চল ধ্বংস হয়েছে, যা পৃথিবীর ফুসফুস নামে পরিচিত এই অরণ্যের জন্য মারাত্মক হুমকি।

স্বর্ণ এখন শুধু অলঙ্কার নয়, বরং একটি বিশ্ব রাজনীতির প্রতীক এবং অর্থনৈতিক টালমাটালের সময়ে নিরাপদ আশ্রয়ের নাম। তবে এই মূল্যবৃদ্ধির উল্টো পিঠে রয়েছে সংঘাত, শোষণ এবং পরিবেশ ধ্বংসের বাস্তবতা।
 

ছামিয়া

×