ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

আকু বিল পরিশোধ করা হবে ২০০ কোটি ডলার

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২১:৪১, ৩ জুলাই ২০২৫

আকু বিল পরিশোধ করা হবে ২০০ কোটি ডলার

আকু বিল পরিশোধ করা হবে ২০০ কোটি ডলার

গত মে ও জুন মাসের আমদানি বিল বাবদ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) প্রায় ২০০ কোটি ডলার পরিশোধ করতে যাচ্ছে বাংলাদেশ, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ দ্বিমাসিক আকু বিল। কেন্দ্রীয় ব্যাংকের একজন সিনিয়র নীতিনির্ধারণী কর্মকর্তা জানিয়েছেন, আগামী সোমবার এই অর্থ পরিশোধ করা হবে। গতকাল পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৬.৬৯ বিলিয়ন ডলার (বিপিএম৬ মানদ- অনুযায়ী)।

ফলে, আকুর বিল পরিশোধের পরও রিজার্ভ ২৪.৫ বিলিয়ন ডলারের ওপরে থাকবে। বাংলাদেশ প্রতি দুই মাস অন্তর আকুর বিল পরিশোধ করে। এর আগের ১.৮৮ বিলিয়ন ডলারের পেমেন্ট পরিশোধ করা হয়েছিল গত ৭ মে, যা ছিল মার্চ-এপ্রিল মাসের আমদানি বিল। 
সেই অর্থ পরিশোধের পরও বিপিএম৬ মানদণ্ডে রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের বেশি ছিল। আকুর সদর দপ্তর ইরানের তেহরানে। এটি ভারত, বাংলাদেশ, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা এই নয়টি দেশের মধ্যে আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি করে। আমদানির এই সাম্প্রতিক বৃদ্ধিকে ব্যাংকাররা ইতিবাচক হিসেবেই দেখছেন। তাদের মতে, এটি ব্যাংকিং খাতে বৈদেশিক মুদ্রার তারল্য পরিস্থিতির উন্নতির ইঙ্গিত দিচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সর্বশেষ ২০২২ সালের জুলাই মাসে মে-জুন সময়ের আমদানি ব্যয় হিসেবে ১.৯৬ বিলিয়ন ডলার আকু বিল পরিশোধ করেছিল। এরপর থেকে আকু বিল পরিশোধের পরিমাণ নিম্নমুখী ছিল। এর মধ্যে ২০২৩ সালজুড়ে দ্বি-মাসিক বিলের পরিমাণ ১.৩ বিলিয়ন ডলারের নিচে ছিল। ২০২৩ সালের সেপ্টেম্বর-অক্টোবর পর্ব থেকে এই পরিমাণ আবারও বাড়তে শুরু করে।

×