ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

বান্দরবানে সেনা অভিযানে কুকি-চিন কমান্ডারসহ ২ সদস্য নিহত

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

প্রকাশিত: ১১:১০, ৩ জুলাই ২০২৫

বান্দরবানে সেনা অভিযানে কুকি-চিন কমান্ডারসহ ২ সদস্য নিহত

ছবি: জনকণ্ঠ

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম এলাকার একটি পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর সামরিক শাখা কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ)-এর এক কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছে। এ অভিযানে ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কেএনএ-এর এক কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়। ঘটনাস্থলে সেনা সদস্যরা তল্লাশি চালিয়ে ৩টি সাবমেশিন গান (এসএমজি), ১টি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। অভিযান এখনো চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, ২০২২ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে পার্বত্য চট্টগ্রামের একটি সশস্ত্র গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। বান্দরবান ও রাঙামাটির নয়টি উপজেলাকে নিয়ে একটি স্বাধীন রাজ্য গঠনের ঘোষণা দেয় সংগঠনটি। এরপর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একাধিকবার সংঘর্ষে জড়ায় কেএনএফ। সংঘর্ষের পাশাপাশি আলোচনা টেবিলেও বসে তারা। এই প্রেক্ষাপটে সংগঠনটি রুমা ও থানচি উপজেলায় কৃষি ও সোনালী ব্যাংকের তিনটি শাখায় সশস্ত্র হামলা চালিয়ে টাকা ও অস্ত্র লুট করে।

গত দুই বছরে কেএনএফ-এর সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে ৬ সেনাসদস্যসহ মোট ২৭ জন নিহত হন। এ সময় কেএনএফ সন্দেহে দেড় শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

মুমু ২

×