ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

শেষ বিদায়ে আকাশ থেকে টাকার বৃষ্টি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:৪৭, ৩ জুলাই ২০২৫

শেষ বিদায়ে আকাশ থেকে টাকার বৃষ্টি

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে সম্প্রতি ঘটেছে এক অভূতপূর্ব ঘটনা—এক ব্যক্তির শেষকৃত্যে আকাশ থেকে ডলার ও গোলাপের পাঁপড়ি ছিটানো হয়েছে। ৫৮ বছর বয়সী দারেল “প্ল্যান্ট” থমাস তার জীবনের শেষ ইচ্ছা অনুযায়ী, নিজের অন্ত্যেষ্টিক্রিয়ায় আকাশ থেকে নগদ অর্থ ছড়িয়ে দেওয়ার নির্দেশ রেখে গিয়েছিলেন।

এই দানবীরের ছেলেরা—ড্যারেল ও জন্টে—একটি হেলিকপ্টার ভাড়া করে সেই ইচ্ছা বাস্তবায়ন করেন। ২৭ জুন দুপুর ১টার দিকে ডেট্রয়েটের গ্র্যাশিয়ট অ্যাভিনিউ ও কনর স্ট্রিটের ওপর হাজার হাজার ডলার এবং গোলাপের পাঁপড়ি হেলিকপ্টার থেকে ছিটিয়ে দেওয়া হয়। এতে প্রায় ৫,০০০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৪ লাখ ২৭ হাজার টাকা) বিতরণ করা হয়।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকে এই ব্যতিক্রমী শ্রদ্ধার্ঘ্যকে “ভালোবাসার চূড়ান্ত নিদর্শন” হিসেবে আখ্যায়িত করেছেন।

দারেলের ভাতিজি বলেন, “এটি ছিল কমিউনিটির প্রতি তার ভালোবাসার একটি চূড়ান্ত প্রকাশ। তিনি ছিলেন একজন দানশীল মানুষ, আর গতকালের ঘটনা ছিল ইস্টসাইডের এক কিংবদন্তির প্রতি শ্রদ্ধার নিদর্শন।”

হঠাৎ আকাশ থেকে টাকা পড়তে দেখে আশপাশের মানুষজন রাস্তায় দাঁড়িয়ে পড়েন, গাড়ি থামিয়ে ছুটে যান ডলার কুড়াতে। ছয় লেনের রাস্তা কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী আনায়া টোনি জানান, “আমি কাজ শুরু করার ঠিক আগে দেখলাম আকাশ থেকে ডলার পড়ছে। সবাই রাস্তায় নেমে পড়েছে, এটা ছিল পাগলাটে এক দৃশ্য!”

ঘটনাস্থলে থাকা অন্য এক প্রত্যক্ষদর্শী লিসা নাইফ জানান, ডলার পড়ার সময় পুলিশের উপস্থিতি ছিল না, এবং তারা জানতও না যে টাকা ছিটানো হবে। তবে গোলাপের পাঁপড়ির বিষয়ে পূর্বেই পুলিশের অনুমতি নেওয়া হয়েছিল। পুলিশ জানিয়েছে, এ নিয়ে কাউকে অভিযুক্ত করা হবে না, তবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) তদন্ত শুরু করেছে।

মুমু ২

×