
বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার করেছেন যে ‘ভালোবাসার হরমোন’ নামে পরিচিত অক্সিটোসিন শুধু আবেগ, বন্ধন এবং স্নেহের জন্যই গুরুত্বপূর্ণ নয়, এটি হার্ট অ্যাটাকের পর হৃদপিণ্ডের কোষ পুনর্জন্মেও সহায়ক হতে পারে।
Neuroscience News-এ প্রকাশিত একটি গবেষণায়, মিশিগান স্টেট ইউনিভার্সিটির গবেষকরা দেখেছেন—অক্সিটোসিন হৃদপিণ্ডের বাইরের স্তরের বিশেষ কিছু কোষকে হৃদপিণ্ডের পেশিকোষে (muscle cells) রূপান্তরিত করতে সক্ষম, যা হার্ট অ্যাটাকের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
এই বিষয়টি প্রথমে জেব্রাফিশে দেখা যায়—যা হৃদপিণ্ডের কোষ পুনর্জন্মের অসাধারণ ক্ষমতার জন্য পরিচিত। কিন্তু যখন একই গবেষণা মানুষের কোষের উপর পরীক্ষামূলকভাবে চালানো হয়, তখনও ফলাফল ছিল আশাব্যঞ্জক।
যদিও এটি এখনো প্রাথমিক পর্যায়ের গবেষণা, তবুও এই ধারণা যে ‘ভালোবাসার হরমোন’ অক্সিটোসিন একদিন শারীরিকভাবে ভাঙা হৃদয় সারাতে পারবে—শুধু রূপক অর্থেই নয়—তা যেমন কাব্যিক, তেমনি বৈজ্ঞানিকভাবেও অত্যন্ত শক্তিশালী সম্ভাবনা।
Jahan