ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

স্বর্ণে সাজানো বাড়ি নিয়ে নেট দুনিয়ায় তোলপাড়

প্রকাশিত: ১৬:১৫, ২ জুলাই ২০২৫

স্বর্ণে সাজানো বাড়ি নিয়ে নেট দুনিয়ায় তোলপাড়

ছবি: সংগৃহীত

স্বর্ণের প্রতি মানুষের ঝোঁক চিরকালীন। বিশেষ করে নারীদের জন্য স্বর্ণালঙ্কার যেন এক অনন্য ভালোবাসার নাম। তবে আপনি যদি শুনেন যে গোটা একটি বাড়িই সোনা দিয়ে সাজানো, তাহলে নিশ্চয়ই চমকে যাবেন! অবিশ্বাস্য হলেও সত্যি, এমনই এক রাজকীয় বাসভবনের অস্তিত্ব রয়েছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরে।

সম্প্রতি ভারতীয় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়ম সরস্বত একটি হাউস ট্যুর ভিডিও প্রকাশ করেন, যেখানে তিনি এই ব্যতিক্রমী বাড়িটির ভেতরের দৃশ্য দেখান। ভিডিওটি পোস্ট করার পরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

 

 

ভিডিওতে দেখা যায়, বাড়ির প্রতিটি অংশ সাজানো হয়েছে সোনার থিমে। আসবাবপত্র থেকে শুরু করে বৈদ্যুতিক সকেট পর্যন্ত সব কিছুতেই ব্যবহৃত হয়েছে ২৪ ক্যারেট সোনা। পুরো বাড়ির অভ্যন্তর এতটাই ঝলমলে যে সেটি যেন রাজপ্রাসাদের মতোই মনে হয়। প্রিয়মের ভিডিওতে তিনি নিজেই বাড়ির বিভিন্ন অংশ ঘুরে দেখান এবং দর্শকদের জানান এই রাজকীয়তার অভিজ্ঞতা।

 

প্রাসাদের মালিক দম্পতি প্রিয়মকে ঘুরিয়ে দেখান তাদের এই স্বপ্নের বাড়ি। তারা জানান, বাড়িটিতে রয়েছে ১০টি শোবার ঘর এবং একটি গোশালা। আলাপচারিতায় উঠে আসে তাদের সংগ্রামী জীবনের নানা দিক, কীভাবে কঠোর পরিশ্রম করে তারা আজকের এই অবস্থানে পৌঁছেছেন, তার বিস্তারিত।

 

 

ভিডিওটির শিরোনাম ছিল: "ভারতের ইন্দোরে সোনায় মোড়ানো বাড়ি"। এটি প্রকাশের পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে। দেশ-বিদেশের গণমাধ্যমেও এই বাড়িটি নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়।

তবে অজানা কারণে ভিডিওটি পরে প্রিয়ম সরস্বত তার প্রোফাইল থেকে সরিয়ে ফেলেন, যা নেটিজেনদের কৌতূহল আরও বাড়িয়ে তোলে।

এই ব্যতিক্রমী সোনালী প্রাসাদ এবং এর গল্প প্রমাণ করে, স্বপ্ন আর সাধনার মেলবন্ধনে সম্ভব হয় অনেক কিছুই, হোক তা সোনার রাজপ্রাসাদ কিংবা জীবন জয়ের অনন্য দৃষ্টান্ত।

ছামিয়া

×