ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

শুধু ঘরেই নয় বাইরেও খুশি থাকতে পারে আপনার বিড়াল, জেনে নিন কিভাবে

প্রকাশিত: ২২:১৮, ১ জুলাই ২০২৫

শুধু ঘরেই নয় বাইরেও খুশি থাকতে পারে আপনার বিড়াল, জেনে নিন কিভাবে

আপনার যদি একটি বিড়াল থাকে, তাহলে সম্ভবত আপনি লক্ষ্য করেছেন—ওরা যেকোনো খোলা দরজা বা জানালা দিয়ে বাইরে পালিয়ে যাওয়ার প্রবণতা রাখে। তাই আপনি হয়তো বিড়ালটিকে বাইরের জগৎ একটু চিনে নিতে দিতে চাইছেন। কিন্তু বিড়ালকে একেবারে স্বাধীনভাবে বাইরে ছাড়লে তা তাদের জন্য নানা বিপদের সৃষ্টি করতে পারে: শিকারি প্রাণীর আক্রমণ, গাড়িচাপা, অন্য বিড়ালের সঙ্গে মারামারি কিংবা এমন অনেক বিপজ্জনক পরিস্থিতি, যেগুলো গুরুতর আঘাত, রোগ বা এমনকি মৃত্যুর কারণ হতে পারে।

ঘরে থেকেও সুখী বিড়াল
"যদি বিড়ালকে বাইরে পুরোপুরি ছেড়ে না দেওয়া হয়, তাহলে মালিক হিসেবে আমাদের দায়িত্ব হয়, আমরা যেন ওরা যে অভিজ্ঞতা থেকে বঞ্চিত হচ্ছে, তা ঘরেই কোনোভাবে পূরণ করতে পারি," বলেন পুরিনার পোষা প্রাণীর আচরণবিষয়ক প্রধান বিজ্ঞানী অ্যানি ভ্যালুসকা।

তবে বাইরে যাওয়ার সুযোগ নিরাপদভাবে দেওয়ার অনেক উপায় রয়েছে। "বাইরের পরিবেশ বিড়ালের জন্য চমৎকার একটি মানসিক উত্তেজনার উৎস হতে পারে," বলেন ক্যাট অ্যাডভোকেট নামক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং বিড়ালের আচরণ পরামর্শদাতা জেনিফার ভ্যান ডি কিফট। "আমি যে সমস্যাগুলোর মুখোমুখি হই, তার অনেকটাই একঘেয়েমি থেকে সৃষ্টি। আর একঘেয়েমি মানেই মানসিক চাপ।"

হারনেস ট্রেনিং দিয়ে শুরু করুন
আপনার বিড়ালকে বাইরে নিয়ে যেতে হলে আগে তাকে হারনেস পরতে শেখাতে হবে। এটি ধীরে ধীরে করতে হবে—একবারে কখনই না। ছোট ছোট ধাপে তাকে হারনেসের সঙ্গে পরিচিত করুন, প্রতিটি ধাপে তাকে তার পছন্দের পুরস্কার দিন—ট্রিট, আদর কিংবা খেলার সময়।

কোনো কোনো বিড়াল দুই দিনের মধ্যেই হারনেসে অভ্যস্ত হয়ে যায়, আবার কোনো কোনোটি এক মাসও সময় নিতে পারে।

বাইরে নিয়ে যাওয়ার সময় যা মাথায় রাখবেন
সবচেয়ে নিরাপদ জায়গা হলো নিজের বাড়ির উঠান। তবে সেখানে যদি বিষাক্ত গাছ থাকে, তা আগে সরিয়ে ফেলুন। যদি পার্কে নিয়ে যান, অবশ্যই সতর্ক থাকুন—বিশেষত খেয়াল রাখুন অবাধে ঘুরে বেড়ানো কুকুরদের ওপর।

ভ্যান ডি কিফট বলেন, বাইরে বের হওয়ার সময় আপনার সঙ্গে একটি পরিচিত ক্যারিয়ার রাখাই সবচেয়ে ভালো। এতে করে প্রয়োজন হলে আপনি দ্রুত বিড়ালটিকে নিরাপদে রাখতে পারবেন।

বাইরে যাওয়ার আগে যা নিশ্চিত করবেন:

  • বিড়ালটির সব টিকা নেওয়া আছে কি না

  • ফ্লি, টিক ও হার্টওয়ার্ম প্রতিরোধক দেওয়া আছে কি না

  • মাইক্রোচিপ করানো আছে কি না

বিকল্প: ক্যাটিও
যারা আরও নিরাপদ উপায়ে বিড়ালকে বাইরে যেতে দিতে চান, তারা 'ক্যাটিও' (বিড়ালের জন্য নিরাপদভাবে তৈরি করা খাঁচানুয়াভাবে ঘেরা খোলা জায়গা) বিবেচনা করতে পারেন। এখানে বিড়াল বাইরে বসে বাতাস নিতে পারে, কিন্তু শিকারির ঝুঁকি থাকে না।

আরও একটি অপশন: ক্যাট স্ট্রলার
বিড়ালকে বাইরে ঘুরিয়ে আনতে অনেকেই ব্যবহার করেন ‘ক্যাট স্ট্রলার’। এটা মূলত এমন একটি হালকা যান, যা দেখতে বেবি স্ট্রলারের মতো, কিন্তু বিড়ালের জন্য তৈরি। এতে বিড়াল নিরাপদে বাইরের হাওয়া, গন্ধ ও দৃশ্য উপভোগ করতে পারে।

বিড়ালের ব্যক্তিত্ব বোঝাটা গুরুত্বপূর্ণ
সব বিড়াল যে বাইরে যাওয়াটা উপভোগ করবে এমন নয়। তাই আপনার বিড়াল বাইরে যেতে চায় কি না, বা সেটি আদৌ মানসিকভাবে প্রস্তুত কি না, তা পর্যবেক্ষণ করুন। চোখ বড় হয়ে যাওয়া, শরীর শক্ত হয়ে যাওয়া বা লেজ নিচে গুটিয়ে রাখা মানেই ওরা ভয় পাচ্ছে। অন্যদিকে, যদি লেজ উঁচু ও শরীর ঢিলা থাকে, তবে আপনি জানবেন বিড়ালটি স্বাচ্ছন্দ্যে আছে।


বিড়ালের স্বাস্থ্যের জন্য বাইরের অভিজ্ঞতা উপকারী হতে পারে, তবে তা অবশ্যই নিরাপদ এবং ধাপে ধাপে করতে হবে। আর সব সময় বিড়ালের স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিন।

Jahan

×