
জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত পটুয়াখালীর কলাপাড়ার ১০ জনে পেলেন ‘জুলাই যোদ্ধা’ স্বাস্থ্যসেবার কার্ড। এসব অধিকাংশ কার্ড স্ব স্ব ব্যক্তির কাছে হস্তান্তর করা হয়েছে। গত ৩ জুন পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে জেলায় মোট ১১৭ জনকে ‘জুলাই যোদ্ধা’ স্বাস্থ্য কার্ড প্রত্যেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে প্রেরণ করা হয়।
ওই তালিকায় কলাপাড়ায় জুলাই-আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থ্যানে আহত ১০ ব্যক্তির নামে স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জে এইচ খান লেলিন জানান, অধিকাংশ স্বাস্থ্য কার্ড হস্তান্তর করা হয়েছে।
আঁখি