
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান।
পিরোজপুরে ছাত্রদলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার মামলায় এক ইউপি চেয়ারম্যানসহ দুজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। এরা হলেন, জেলার কাউখালি উপজেলা আ.লীগের সদস্য ও শিয়ালকাঠি ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান এবং শিয়ালকাঠি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মিজানুর রহমান। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
মঙ্গলবার (০১ জুলাই) তারা পিরোজপুর জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠায়।
মামলার বাদী শিয়ালকাঠি ইউনিয়নের বাসিন্দা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সম্পাদক তারিকুর ইসলাম সুমন জানান, গেল ২৮ মার্চ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহম্মেদের ঈদ শুভেচ্ছা পোস্টার শিয়ালকাঠি ইউনিয়নের বিভিন্ন জায়গায় লাগানো শেষে ফেরার পথে শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে বসে রাত ৮ টার দিকে গাজী সিদ্দিকুর রহমান রহমানসহ অন্যরা দেশী অস্ত্র, বোমা, নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলায় তারিকুল ইসলাম সুমনসহ ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহন হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
আসামী পক্ষের আইনজীবী আহসানুল কবির বাদল জানান, শিয়ালকাঠি ইউনিয়নের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান ও মিজানুর রহমান উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। মঙ্গলবার তারা পিরোজপুর জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালতের বিচারক মোঃ মজিবুর রহমান তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাজু