
সাধারণ ক্লান্তি কিংবা মাথা ঘোরা বলে হালকা ভাবে নিচ্ছেন? সাবধান! এগুলো হতে পারে ভয়ানক মস্তিষ্কে রক্তসঞ্চালনের সমস্যা বা স্ট্রোকের পূর্বাভাস। এমনটাই জানিয়েছেন এক মার্কিন ব্রেন সার্জন, যিনি প্রতিনিয়ত হাসপাতালে স্ট্রোকের ভয়াবহ পরিণতি নিজের চোখে দেখছেন।
তিনি বলেন, “সবচেয়ে দুঃখজনক হলো, অনেক সময় রোগীর দেহ আগেই সংকেত দেয় কিন্তু আমরা বুঝে উঠি না। সময়মতো সাড়া দিলে হয়তো জীবন বাঁচানো যেত।”
নিচে উল্লেখ করা হলো স্ট্রোকের চারটি সাধারণ কিন্তু মারাত্মক উপসর্গ, যেগুলো দীর্ঘদিন অবহেলাকরা উচিত নয়:
১. ঘন ঘন বমি ভাব বা মাথা ঘোরা
গরম বা স্ট্রেস ভেবে ভুল করবেন না। যদি আপনি গর্ভবতী না হন বা ইনফেকশন, অ্যালার্জি বা মদ্যপানের কারণে এসব না হয়, তাহলে এটা ব্রেনে রক্তসঞ্চালনের সমস্যার ইঙ্গিত হতে পারে। এক্ষুনি চিকিৎসকের কাছে যান।
২. অস্বাভাবিক ক্লান্তি ও মাথাব্যথা
এই ক্লান্তি কাজের কারণে নয় বরং এমন একধরনের ক্লান্তি যা বিশ্রাম নিলেও দূর হয় না। সঙ্গে যদি প্রতিদিন মাথাব্যথা হয় বা ব্যথার ধরন দিনে দিনে বাড়ে, তাহলে এটি হতে পারে মস্তিষ্কের সংকেত।
৩. শরীরের একপাশ অবশ হয়ে যাওয়া
হঠাৎ করেই মুখ, হাত বা পা অবশ হয়ে যাচ্ছে? অবহেলা নয়। এটি হতে পারে ‘মিনি স্ট্রোক’ বা স্ট্রোকের পূর্বাভাস। দ্রুত চিকিৎসা নিন।
৪. দৃষ্টিশক্তিতে হঠাৎ পরিবর্তন
দুই চোখে ঝাপসা দেখা, এক চোখে পরিষ্কার না দেখা বা ডাবল ভিশন এগুলোও ব্রেনের রক্তপ্রবাহে সমস্যার লক্ষণ হতে পারে। দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।
এই সার্জন প্রাকৃতিকভাবে মস্তিষ্কের রক্তপ্রবাহ ও রক্তচাপ ঠিক রাখতে প্রতিদিন ‘শিলাজিৎ’ গ্রহণের পরামর্শ দেন। এতে রয়েছে ৮০টির বেশি ট্রেস মিনারেল, যা স্নায়ুতন্ত্রকে পুষ্টি দেয় এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায়। এটি নাইট্রিক অক্সাইড উৎপাদনে সহায়ক, যা রক্তনালী প্রশস্ত করে মস্তিষ্কে রক্ত সরবরাহ বাড়ায়। তবে নিশ্চিত হন আপনার শিলাজিৎ যেন বিশুদ্ধ এবং ল্যাব-টেস্টেড হয়।
প্রতিদিনের ছোট ছোট পরিবর্তনই হতে পারে বড় বিপদের অগ্রভাগ। নিজের শরীরের ভাষা শুনুন তা আপনাকে জীবন রক্ষার সুযোগ করে দিতে পারে। আর দেরি নয়, এই উপসর্গগুলো দেখা গেলে এখনই চিকিৎসকের শরণাপন্ন হোন।
মিমিয়া