
ছবি: সংগৃহীত
সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৬ জন রোগী। এ সময়ের মধ্যে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা বরিশাল বিভাগে, যেখানে সিটি করপোরেশনের বাইরের এলাকা থেকে ১৬৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৯ জন, ঢাকা বিভাগের সিটি এলাকার বাইরে ৭৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৮ জন এবং ঢাকা উত্তর সিটিতে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। খুলনা বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন ও ময়মনসিংহ বিভাগে নতুন করে ৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে বলে মনে করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
ফারুক