ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

জ্বালানি তেল পরিশোধনে রেকর্ড গড়ল ইস্টার্ন রিফাইনারি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ০১:৪৩, ২ জুলাই ২০২৫

জ্বালানি তেল পরিশোধনে রেকর্ড গড়ল ইস্টার্ন রিফাইনারি

তেলের একমাত্র পরিশোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লি.

দেশে জ্বালানি তেলের একমাত্র পরিশোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লি. (ইআরএল) প্রতিষ্ঠার পর মঙ্গলবার পর্যন্ত প্রথমবারের মতো সক্ষমতার চেয়ে ৩৫ হাজার টন বেশি তেল পরিশোধন করার গৌরব অর্জন করেছে। 
ইআরএলের বার্ষিক পরিশোধন ক্ষমতা বছরে সর্বোচ্চ ১৫ লাখ টন। প্রতিবছর সক্ষমতার কাছাকাছি এটি তেল পরিশোধন করে থাকে। ২০২০-২১ অর্থবছরে সক্ষমতার চেয়ে ১৩ হাজার টন বেশি তেল পরিশোধন হয়েছে। কিন্তু এবার ২০২৪-২৫ অর্থবছরে ৩৫ হাজার টন তেল পরিশোধন করে রেকর্ড গড়েছে। অবশ্য এর আগে মাত্র একবার পরিশোধনের টার্গেট পূরণ করেছিল। 
মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 
এ সময় উপস্থিত ছিলেন, ইআরএল পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি, বিপিসি (বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন) চেয়ারম্যান আমিন উল আহসান, সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত প্রমুখ। 
সংবাদ সম্মেলনে জানানো হয়, অর্থবছরের শেষদিনে রাত ১২টা পর্যন্ত ইআরএল ১৫ লাখ ৩৫ হাজার টন জ্বালানি তেল পরিশোধন করতে সক্ষম হয়েছে। বাড়তি তেলের পরিশোধনের রেকর্ড এটাই প্রথম। পরিচালনা বোর্ডের চেয়ারম্যান নাসিমুল গণি জানান, সংস্থার অভ্যন্তরে সকলের অক্লান্ত প্রচেষ্টায় লক্ষ্যমাত্রার চেয়ে এবার অধিক ১৫ হাজার টন তেল পরিশোধন সম্ভব হয়েছে।
বিপিসি চেয়ারম্যান আমিন উল আহসান জানান, ইধারএলের দ্বিতীয় ইউনিট বাস্তবায়নের জোর প্রচেষ্টা চলছে। ইতোমধ্যে প্রকল্পের ডিপিপি মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। অনুমোদন আসলে টেন্ডার আহ্বান করা হবে। কক্সবাজারের মহেশখালীতে এ পরিশোধনাগার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে দুই ধরনের জ্বালানি তেল বিক্রি হয়ে থাকে। একটি পরিশোধিত এবং আরেকটি অপরিশোধিত। বাংলাদেশের উভয় ধরনের তেল আমদানি হয়ে থাকে। তবে, ইধারএলের পরিশোধনের সক্ষমতা সর্বোচ্চ ১৫ লাখ টন হওয়ায় সেই পরিমাণ তেলই আমদানি হয়ে থাকে।

×