ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সেনাবাহিনীর অভিযানে ৪৩৪ বস্তা সার, ৬৯০০ কেজি সরকারি ধানবীজ জব্দ

নিজস্ব সংবাদদাতা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা

প্রকাশিত: ১৭:০৪, ২ জুলাই ২০২৫

সেনাবাহিনীর অভিযানে ৪৩৪ বস্তা সার, ৬৯০০ কেজি সরকারি ধানবীজ জব্দ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুমোদন ছাড়া সার বিক্রি, অবৈধভাবে মজুত এবং ক্রয় রসিদ না থাকায় সার ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪৩৪ বস্তা সার জব্দ এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে বিভিন্ন দোকান থেকে ৬ হাজার ৯০০ কেজি সরকারি ধানবীজ জব্দ করা হয়।

গত মঙ্গলবার (১ জুলাই) রাতে গোবিন্দগঞ্জ পৌর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান।

গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টা থেকে রাত ২টা পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌর বাজারের বিভিন্ন সার ও কীটনাশকের দোকানে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৩৪ বস্তা সার এবং ৬ হাজার ৯০০ কেজি সরকারি ধানবীজ জব্দ করা হয়। অভিযুক্ত ব্যবসায়ীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর মো. ইনজামামুল আলমের নেতৃত্বে ক্যাপ্টেন মো. ইকরামুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাদিসুর রহমান, ওয়ারেন্ট অফিসার মো. রাকিবুল আলমসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা অংশ নেন।

দীর্ঘদিন ধরে এই এলাকায় অবৈধভাবে সার মজুত করে বেশি দামে বিক্রি এবং বীজে ভেজাল মিশিয়ে তা প্রান্তিক কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছিল বলে কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সানজানা

×