
ছবি: জনকণ্ঠ
চন্দনাইশে অবাধে চলছে বন বিভাগের ভুমি দখল। বসতঘর, মুরগি ফার্ম স্থাপনের মাধ্যমে এ দখল বাণিজ্য চলছে। দিয়াকুল আশ্রয়ণ প্রকল্পের উপরের অংশে পাহাড়ের চুড়ায় ঝুঁকিপূর্ণভাবে স্থাপন করা হয়েছে মুরগি ফার্ম। দক্ষিণ পাশে পাহাড়ের পাদদেশে বসতঘর নির্মাণ করছে প্রভাবশালী মহল। এ
কইভাবে আশ্রয়ণ প্রকল্পের সরকারি নির্মাণাধীন ঘরের পাশে খালি জায়গায় যে যার মত করে নির্মাণ করছে বসতঘর। এ ব্যাপারে প্রশাসন সম্পূর্ণ নিরব রয়েছে। আবার অনেকে ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনের বাহানা দিয়ে সরকারি বন ভূমির সংরক্ষিত এলাকায় বসতঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ কাজ করছে।
জানা যায়, সম্প্রতি চন্দনাইশ অঞ্চলে জায়গা-জমির দাম বৃদ্ধি পাওয়ায় লোকজন পাহাড়ের সরকারি বন ভূমিতে বসতঘর, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনের বাহানা দিয়ে অপদখল চালাচ্ছে। সরকারি বনভূমি অপদখল ঠেকাতে তড়িৎ ব্যবস্থা গ্রহণ না করলে সরকারি বনভূমির সংরক্ষিত এলাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠবে বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা।
এ ব্যাপার বন বিভাগের আওতাধীন মুদিরছড়ার বিট অফিসার আকতার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, উর্ধ্বতন কর্মকর্তা সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে।
সায়মা ইসলাম