ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত, ৬ রুটে লঞ্চ চলাচল বন্ধ

নিজস্ব সংবাদদাতা, ভোলা

প্রকাশিত: ১৬:৫৩, ২ জুলাই ২০২৫

সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত, ৬ রুটে লঞ্চ চলাচল বন্ধ

লঘুচাপের প্রভাবে ভোলায় আজ বুধবার সকাল থেকে থেমে থেমে মাঝারি থেকে ভারি বৃষ্টি হয়েছে। মাঝে মাঝে রোদও উঠেছে। সাগর উত্তাল হওয়ায় সমুদ্র বন্দরে ৩ নম্বর ও নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এ অবস্থায় বিআইডব্লিউটিএ ভোলা জেলার অভ্যন্তরীণ ৬টি নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে। এর ফলে লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে ভোলা-ইলিশা রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এ রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতে পারাপার করছেন। লঞ্চ বন্ধ থাকায় ফেরিতে যাত্রীদের ছিল উপচে পড়া ভিড়।

বিআইডব্লিউটিএ-এর ভোলা নদীবন্দর ট্রাফিক কর্মকর্তা জসিম উদ্দিন জানান, সমুদ্র উত্তাল হওয়ায় সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর এবং নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। তাই ভোলার ইলিশা-লক্ষ্মীপুর, দৌলতখান-আলেকজান্ডার, তজুমদ্দিন-মনপুরা, মনপুরা-ঢাকা, হাতিয়া-ঢাকা, চরফ্যাশন-ঢাকা রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই ৬ রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

সানজানা

×