ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল

জুলাই মাস আমাদের জাতীয় জীবনে একটি রক্তাক্ত অধ্যায়

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাশন, ভোলা

প্রকাশিত: ২৩:৫০, ১ জুলাই ২০২৫

জুলাই মাস আমাদের জাতীয় জীবনে একটি রক্তাক্ত অধ্যায়

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, “জুলাই মাস আমাদের জাতীয় জীবনে একটি রক্তাক্ত অধ্যায়। বৈষম্যের বিরুদ্ধে, মেধার পক্ষে এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যারা বুকের রক্ত ঢেলে দিয়েছেন, তারা আমাদের জাতির বীর।”

তিনি আরও বলেন, “আজকের এই দোয়া মাহফিল কেবল স্মরণের জন্য নয়, বরং শহীদদের আদর্শ পুনঃপ্রতিষ্ঠার শপথ গ্রহণের একটি উপলক্ষ।”

মঙ্গলবার (১ জুলাই) বাদ আসর চরফ্যাসনের কেন্দ্রীয় খাসমহল মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাসন উপজেলা শাখার আয়োজনে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর মো. শরীফ হোসাইন বলেন, “রাষ্ট্র যখন গণআন্দোলনকে ভয় পায়, তখনই সে সাধারণ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। জুলাইয়ের শহীদরা এই জাতিকে দেখিয়ে গেছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়। এই আত্মত্যাগের আলোতে আলোকিত হবে ভবিষ্যৎ প্রজন্ম।”

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এনামুল হক রায়হানসহ উপজেলা ও পৌর জামায়াতের নেতাকর্মী, ওলামায়ে কেরাম এবং সাধারণ মানুষ। দোয়া মাহফিলে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

 

 

ফারুক

×