ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

জুলাই ঐক্য চট্টগ্রামের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: ২৩:৪২, ১ জুলাই ২০২৫

জুলাই ঐক্য চট্টগ্রামের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছরপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে জুলাই ঐক্য চট্টগ্রাম।মঙ্গলবার (১ জুলাই) সকালে জুলাই ঐক্যের ফেসবুক পেজে মাসব্যাপী এ কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে: জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা (২০০-২৫০ শব্দে), সময়সীমা: (১-১৫ জুলাই); আমাদের চোখে জুলাই (বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে) ডকুমেন্টারি প্রকাশ - ১২ জুলাই; 'রংতুলিতে আবার জুলাই' স্লোগানে গ্রাফিতি অঙ্কন, ডাস্টবিনে খুনিদের ব্যঙ্গচিত্র, সময়সীমা: ১০-২০ জুলাই; জুলাই এক্সিবিশন - ১৮ জুলাই; 'সাংবাদিকদের চোখে জুলাই' - ১৮ জুলাই; 'তাদের ত্যাগ, আমাদের শ্রদ্ধা' স্লোগানে শহীদ পরিবার নিয়ে দোয়া মাহফিল ও ভোজন, শ্রদ্ধার উপহার - ২২ জুলাই; ১২টি মোড়ে জুলাই ডকুমেন্টারি প্রদর্শন (৮ জুলাই থেকে ৩৩ জুলাই); প্রতিযোগিতার পুরস্কার বিতরণ - ২৮ জুলাই; জুলাইয়ে বীর চট্টলার রাজপথ (চট্টগ্রামের আন্দোলন নিয়ে) ডকুমেন্টারি প্রকাশ - ৩৬ জুলাই; চট্টগ্রামের জুলাই শহীদদের নিয়ে ফলক স্থাপন - ৩৬ জুলাই।

জুলাই ঐক্য চট্টগ্রামের সমন্বয়কারী আবরার হাসান রিয়াদ বলেন, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সহস্র শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে আমরা মানুষের অন্তরে জিইয়ে রাখতে চাই জুলাইয়ের প্রকৃত চেতনাকে ধারণ করে। মানুষের অধিকার প্রতিষ্ঠার ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানকে সামনে রেখে জুলাই মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আফরোজা

×