
বর্তমানে ফেসবুকের জনপ্রিয়তা যেমন অটুট, তেমনি এটিকে ঘিরে নেতিবাচক মতামতের সংখ্যাও বাড়ছে।
“ফেসবুক খুললেই দেখি নেগেটিভ নিউজ, অপ্রাসঙ্গিক ভিডিও, অদ্ভুত সব মিম—এটা কি সোশ্যাল মিডিয়া নাকি ‘সোশ্যাল স্যাম্পলিং’?” - এমন মন্তব্য অনেকেই করে থাকেন।
কিন্তু বাস্তবতা হচ্ছে, ফেসবুক যা দেখায়, তা আসলে ব্যবহারকারীর নিজের পছন্দের প্রতিফলন।
ফেসবুক নিজেই তো কোনো ভিডিও তৈরি করে না। তার কাজ শুধু আপনাকে আপনার আগ্রহভিত্তিক কনটেন্ট দেখানো। আর এটি করে ফেসবুকের জটিল অ্যালগোরিদম, যা নিরীক্ষণ করে—
-
আপনি কোন পোস্টে বেশি সময় কাটান,
-
কোন ভিডিওতে রিঅ্যাক্ট করেন,
-
কোন লিংকে ক্লিক করেন,
-
বা কোথায় কমেন্ট করেন।
এর ভিত্তিতেই ফেসবুক আপনার জন্য "পারসোনালাইজড ফিড" তৈরি করে। আপনি যদি দিনের পর দিন হাসির ভিডিও, ট্রেন্ডিং রিল, অথবা অপ্রাসঙ্গিক কনটেন্ট দেখে যান, অ্যালগোরিদম ধরে নেয়—এটাই আপনার পছন্দ। ফলে একই ধরণের পোস্ট বারবার আপনার নিউজফিডে দেখাতে থাকে। এটা ফেসবুকের দোষ নয়, এটা আপনার ডিজিটাল স্বভাবের আয়না।
নিউক্লিয়ার এনার্জি দিয়ে যেমন বিদ্যুৎ উৎপাদন সম্ভব, আবার চাইলে ধ্বংসাত্মক বোমাও তৈরি করা যায়। বিষয়টা নির্ভর করে, কে কীভাবে এটাকে ব্যবহার করছে।
সানজানা