ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

গুমের ঘটনায় সেনাবাহিনীর কোনো সদস্য জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না :সেনা সদর

প্রকাশিত: ২০:২৫, ৩ জুলাই ২০২৫; আপডেট: ২০:২৮, ৩ জুলাই ২০২৫

গুমের ঘটনায় সেনাবাহিনীর কোনো সদস্য জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না :সেনা সদর

ছবি: সংগৃহীত

গুমের ঘটনায় সেনাবাহিনীর কোনো সদস্য জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল স্টাফ, কর্নেল মো. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সেনাসদস্যরা যখন ডেপুটেশনে (অন্য বিভাগে ন্যস্ত) থাকেন, তখন তারা আমাদের সরাসরি নিয়ন্ত্রণে থাকেন না। তবে তদন্ত চলছে। যদি কোনো সদস্যের বিরুদ্ধে গুমে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে সেনাবাহিনী অবশ্যই ব্যবস্থা নেবে।”

 

 

নির্বাচনের প্রেক্ষাপটে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী দায়িত্ব পালন করছে।”

সংবাদ সম্মেলনে কর্নেল শফিকুল আরও জানান, গেল বছর জুলাই মাসে সংঘটিত আন্দোলনে আহত ৪ হাজার ৭৯০ জন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিয়েছেন। এখনো সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন।

লুট হওয়া অস্ত্র উদ্ধার সম্পর্কেও তিনি তথ্য দেন। জানান, লুট হওয়া প্রায় ১২ হাজার অস্ত্রের মধ্যে প্রায় ৯ হাজার অস্ত্র ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে, যা মোট অস্ত্রের ৮০ শতাংশ। অবশিষ্ট অস্ত্রগুলোও দ্রুত উদ্ধার করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

 

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে কর্নেল শফিকুল ইসলাম বলেন, “আগের তুলনায় পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। শান্তি বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনী মাঠে কাজ করে যাচ্ছে।”

এই বক্তব্য সেনাবাহিনীর অবস্থানকে স্পষ্ট করেছে যে, অপরাধে জড়িত কেউই ছাড় পাবে না, সে যেই হোক।

ছামিয়া

×