ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

আমাদের ট্যাগ দেওয়ার সুযোগ পায়নি ফ্যাসিস্টরা: সারজিস আলম

প্রকাশিত: ২৩:৫৫, ৩ জুলাই ২০২৫; আপডেট: ০০:৫৯, ৪ জুলাই ২০২৫

আমাদের ট্যাগ দেওয়ার সুযোগ পায়নি ফ্যাসিস্টরা: সারজিস আলম

"ফ্যাসিস্টরা আমাদের ট্যাগ দেওয়ার সুযোগ পায়নি" এমনই জোরালো বক্তব্য দিলেন জুলাই আন্দোলনের অন্যতম মুখ সারজিস আলম। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, রাজনৈতিক ট্যাগ এড়িয়ে চলাই ছিল আন্দোলনের অন্যতম কৌশল, যা তাদেরকে দমন-পীড়নের ফাঁদ থেকে বাঁচতে সাহায্য করেছে।

সারজিস বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকতে হলে ছাত্রলীগের প্রোগ্রামে বাধ্যতামূলকভাবে অংশ নিতে হতো। কিন্তু আমরা—আমি, হাসনাত, নাহিদ—তিনজনই এসেছি তিনটি ভিন্ন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে। ফলে আমাদের ওপর এককভাবে সরকারবিরোধী কিংবা জামায়াত-শিবির ট্যাগ সেঁটে দেওয়া সম্ভব হয়নি।”

তিনি আরও যোগ করেন, “এটা ছিল আমাদের স্ট্র্যাটেজির অংশ—যাতে আন্দোলনকে যদি বড় পরিসরে নিতে চাই, তাহলে রাজনৈতিক ট্যাগ দিয়ে যেনো আমাদের দমানো না যায়। এবং এই কৌশলটিই আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে।”

চলমান জুলাই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন এমন তরুণদের প্রতি নজর রাখছে নানা মহল। সারজিস আলমের এই বক্তব্য শুধু আন্দোলনের কৌশলগত দিকই নয়, বরং এর পেছনের রাজনৈতিক দূরদর্শিতাও স্পষ্ট করে তুলে ধরে।

বিশ্লেষকদের মতে, ছাত্র আন্দোলনের ইতিহাসে এমন ‘নির্দলীয় অবস্থান ধরে রেখে সংগঠিত প্রতিরোধ’-এর ঘটনা বিরল। সারজিস আলমের বক্তব্য সেই ব্যতিক্রমী কৌশলেরই প্রতিফলন।

Jahan

×