ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামগঞ্জের হুক্কা

মুরাদ খান, কনট্রিবিউটিং রিপোর্টার, মানিকগঞ্জ

প্রকাশিত: ১১:৫৯, ৩ জুলাই ২০২৫

হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামগঞ্জের হুক্কা

ছবি :সংগৃহীত

গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হুক্কা—এক সময় জনপ্রিয় ধূমপানের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো—দিন দিন কালের আবর্তে হারিয়ে যাচ্ছে। ১০–১২ বছর আগেও আবহমান বাংলার গ্রাম-গঞ্জে হুক্কার মাধ্যমে তামাকপানের নেশায় অনেকেই অভ্যস্ত ছিলেন। ধনী-গরিব নির্বিশেষে অনেকের বাড়িতেই হুক্কার প্রচলন ছিল।

গ্রামের বয়স্কদের সঙ্গে কথা বললে তারা জানান, গ্রামের বিভিন্ন বৈঠকখানার প্রধান আকর্ষণ ছিল হুক্কা। যেকোনো বয়সের ছেলে এবং বয়স্করা হুক্কার নেশায় মাতোয়ারা থাকতেন।

এক সময় হাটবাজারে হুক্কা ধূমপানের জন্য তামাকের গুঁড়ো মিশ্রণ করে বিক্রি করা হতো, কিন্তু এখন আর তা চোখে পড়ে না। হাটবাজারগুলোতে তামাকের গুঁড়া বিক্রিও অনেকটা বন্ধ হয়ে গেছে।

হারিয়ে যাচ্ছে সে ঐতিহ্যের বড় একটি অংশ।

সানজানা

×