
ডেলিভারি বয় সেজে তরুণীর বাসায় হাজির
কুরিয়ার ডেলিভারি বয় সেজে বাসায় ঢুকে মুখে চেতনানাশক স্প্রে করে ২২ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে।
বুধবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারতের পুনের একটি অভিজাত এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক ব্যক্তি কুরিয়ার ডেলিভারি বয় সেজে ওই তরুণীর বাসায় আসেন। এরপর তার কাছে মোবাইলের ওটিপি চান। সে সময় তরুণী জানান, তার মোবাইলে কোনো ওটিপি আসেনি। এ কথা শুনে ওই ব্যক্তি বলেন, কাগজে সই করতে হবে। একপর্যায়ে তরুণী দরজা খুললে ওই ব্যক্তি তার মুখে কিছু একটা স্প্রে করেন। এতে তরুণী অচেতন হয়ে পড়লে তাকে ধর্ষণ করা হয়। এরপর ধর্ষক ওই তরুণীর ফোনে একটি সেলফি তোলে ও লিখে রেখে যায়, ‘আমি আবার আসব’।
ইতোমধ্যে এ ঘটনায় হওয়া মামলার তদন্তে নেমেছে পুলিশ। সেই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে পুনেতে ধর্ষণের এই ঘটনায় যারা অনলাইন থেকে বিভিন্ন পণ্য কিনে থাকেন, তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক দেখা দিয়েছে।
সূত্র: এনডিটিভি
তাসমিম