ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন লিভারপুল ফুটবল তারকা দিয়োগো জোটা

প্রকাশিত: ২২:২৪, ৩ জুলাই ২০২৫

গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন লিভারপুল ফুটবল তারকা দিয়োগো জোটা

লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের তারকা ফরোয়ার্ড দিয়োগো জোটা স্পেনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার বয়স ছিল মাত্র ২৮ বছর। গত মাসেই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া জোটা স্ত্রী ও তিন সন্তান রেখে গেলেন।

  • দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় রাত ১২:৩০টার দিকে, স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলের জামোরা প্রদেশের সারনাদিলা মিউনিসিপ্যালিটির কাছে। জোটার ভাই আন্দ্রে সিলভা, যিনি নিজেও একজন পেশাদার ফুটবলার ছিলেন, এই দুর্ঘটনায় নিহত হয়েছেন।

  • স্পেনের গার্দিয়া সিভিল জানায়, দুর্ঘটনার সম্ভাব্য কারণ ছিল ওভারটেক করার সময় গাড়ির টায়ার ফেটে যাওয়া। স্প্যানিশ মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাকবলিত গাড়িটি ছিল একটি ল্যাম্বোরগিনি, যা আগুন ধরে যায় এবং দুজন আরোহীই ঘটনাস্থলেই মারা যান। জামোরার গভর্নর সাব-ডেলিগেশনের একজন সূত্র জানিয়েছেন, ঘটনাটি সম্ভবত "গতিসীমা অতিক্রমজনিত" দুর্ঘটনা হিসেবে তদন্তাধীন।

  • জোটা একজন আক্রমণাত্মক খেলোয়াড় হিসেবে লিভারপুলের সাম্প্রতিক শিরোপাজয়ী মৌসুমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি ২৬ ম্যাচে ৬টি গোল ও ৪টি অ্যাসিস্ট করেছিলেন। লিভারপুলের হয়ে তিনটি বড় শিরোপা এবং পর্তুগালের হয়ে দুটি নেশনস লিগ জয় করেন তিনি।

Jahan

×