ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

মানসিক চাপ জানাবে যন্ত্র

ওয়েবসাইট অবলম্বনে

প্রকাশিত: ২৩:৪৫, ৩ জুলাই ২০২৫

মানসিক চাপ জানাবে যন্ত্র

‘ট্যাটু’

‘ট্যাটু’ শব্দটি শুনলেই মনের মধ্যে মানুষের ত্বকে আঁকা নানা ছবি ও নকশা ফুটে ওঠে। কিন্তু যদি বলা হয়, মস্তিষ্কের কাজের চাপ পরিমাপ করতে সাহায্য করতে পারে ট্যাটু, তা হলে অনেকেই হতবাক হতে পারেন। কল্পনা নয়, ইউনিভার্সিটি অব টেক্সাসের গবেষকরা সম্প্রতি এই ধরনেরই একটি সূক্ষ্ম যন্ত্র আবিষ্কার করেছেন, যার পোশাকি নাম দেওয়া হয়েছে ‘ই-ট্যাটু’। মানব-মস্তিষ্ক কীভাবে কাজ করে, তার অন্বেষণে আজও গবেষকদের কাছে নতুন নতুন সম্ভাবনা ধরা দেয়।

ধরা যাক, কোনো ব্যক্তি ক্লান্ত, কাজের ভারে জর্জরিত। তার মুখম-লের ওপর বেশ কয়েকটি ট্যাটুর মতো কালো জটিল আকিবুঁকি একটি স্বচ্ছ পরিধানযোগ্য প্লাস্টিকের ওপরে বসিয়ে দেওয়া হলো। সেই যন্ত্রটি চোখের স্ক্যানের পাশাপাশি লাগাতার মস্তিষ্কের বিভিন্ন দিকের সঙ্কেত বিচার করে জানিয়ে দেবে, কাজের চাপ এবং জটিল পরিস্থিতিতে একাগ্রতা বজায় রাখতে মস্তিষ্ক কীভাবে কাজ করে, তার সানুপুঙ্খ বিবরণ। পাশাপাশি, মানসিক চাপ পরিমাপ করতেও সাহায্য করবে যন্ত্রটি।

মূলত মস্তিষ্কের প্রি-ফ্রন্টাল লোব থেকে ‘ই-ট্যাটু’ সিগন্যাল সংগ্রহ করে। প্রয়োজনীয় তথ্য পাওয়ার জন্য ইইজি এবং ইওজিÑ উভয় প্রযুক্তি ব্যবহার করে থাকে। ত্বকের মতো পাতলা স্বচ্ছ ইলাস্টিক জাতীয় (কার্বন যুক্ত পলিইউরেথিন) উপাদানের ওপরে ‘ট্যাটু’গুলো বসানো হয়েছে। দুই ভ্রুর মাঝে ‘তৃতীয় নয়ন’-এর মতোই একটি ডাকটিকিটের আকারের প্যাচ বসানো থাকে। এরই মধ্যে থাকে ব্যাটারি।

এটিই যন্ত্রটির কেন্দ্র বলা যেতে পারে। যন্ত্রটিতে বেগ নিরোধক ইলেক্ট্রোড ব্যবহার করা হয়েছে বলে ব্যবহার করার সময় নড়াচড়া, মুখের অভিব্যক্তি বা ঘামের কারণে প্রয়োজনীয় তথ্য পেতে কোনো সমস্যা হবে না। পাশাপাশি, নামমাত্র ওজনের কারণে দীর্ঘক্ষণ যন্ত্রটি ব্যবহার করা যাবে।-ওয়েবসাইট অবলম্বনে

আরো পড়ুন  

×