ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলা, কনস্টেবল আহত

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১৩:২০, ৪ জুলাই ২০২৫

মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলা, কনস্টেবল আহত

মাদক উদ্ধারের অভিযানে গিয়ে হামলায় গুরুত্বর আহত জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কনস্টেবল মো. ইমরান হোসেনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জেলা ডিবির পরিদর্শক মোস্তফা আনোয়ার।


ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৩ জুলাই সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের দারোগারহাট এলাকার হারুন খানের একটি বাগানে মাদক ক্রয়-বিক্রয়ের খবরে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে। 

এ সময় স্থানীয় মাদক কারবারি সাগরসহ তার সহযোগীরা পালিয়ে যাওয়ার সময় অভিযানিক দলের ওপর হামলা চালায়। মাদক ব্যবসায়ীদের ধারালো ছুরির আঘাতে বাম গালসহ শরীরের তিনটিস্থানে জখম হয় ডিবি পুলিশের কনস্টেবল মো. ইমরান। একপর্যায়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। 


অপর একটি সূত্রে জানা গেছে, অভিযানের সময় ডিবি পুলিশের সাথে ধস্তাধস্তিতে মাদক ব্যবসায়ী সাগর ও শাওন গুরুত্বর জখম হয়। তাদেরকেও একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জেলা ডিবির পরিদর্শক মোস্তফা আনোয়ার জানিয়েছেন, হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া হামলাকারী মাদক কারবারিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলেও তিনি উল্লেখ করেন।

আঁখি

×