ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

৫ই আগস্ট হাসিনা পালিয়ে না গেলে আমাদের ফাঁসির দড়িতে ঝুলতে হতো

প্রকাশিত: ১২:৪৪, ৪ জুলাই ২০২৫; আপডেট: ১৩:৪৬, ৪ জুলাই ২০২৫

৫ই আগস্ট হাসিনা পালিয়ে না গেলে আমাদের ফাঁসির দড়িতে ঝুলতে হতো

ছবি: সংগৃহীত

 

বিএনপির এক নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, শেখ হাসিনার সরকার বিদায় না নিলে বিএনপির অনেক নেতাকর্মীকে ফাঁসির মুখে পড়তে হতো। তিনি অভিযোগ করেন, পাঁচ আগস্টের আগে বিভিন্ন হত্যা ও নাশকতার মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দমন-পীড়ন চালানো হয়েছিল।

তিনি বলেন, “পাঁচ তারিখে শেখ হাসিনা বিদায় না নিলে আমাদের ফাঁসি হতো। আল্লাহর রহমতে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, কিন্তু এখনো সংকট কেটে যায়নি। অনেকেই দিনরাত বিএনপিকে ক্ষমতায় আসতে না দেওয়ার ষড়যন্ত্র করছে।”

বক্তব্যে দাবি করা হয়, ভারতের সমর্থনেই আওয়ামী লীগ দীর্ঘদিন বাংলাদেশের বাজার দখল করে লুটপাট চালিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে এসব বন্ধ হবে, যা দেশের জনগণের জন্য মঙ্গলজনক হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “একজন-দুজনের কারণে দলের ভাবমূর্তি নষ্ট করা যাবে না। কারণ আমাদের ভোটের মাধ্যমেই ক্ষমতায় যেতে হবে। ভোট ছাড়া ক্ষমতায় যাওয়ার আর কোনো সুযোগ নেই।”

গত নির্বাচনের উদাহরণ টেনে তিনি জানান, “২০১৮ সালের নির্বাচনে অনেক নেতাকর্মী জেলে ছিলেন। মাঠে আমরা কয়েকজন ছিলাম। ভোট শুরুর কয়েক ঘণ্টায় এগিয়ে থাকলেও পরে আমাদের ফল পাল্টে আওয়ামী লীগের বিজয় ঘোষণা করা হয়।”

আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “মনে করলে হবে না যে আওয়ামী লীগ নেই, তাই বিএনপি জিতবেই। ঘরে বসে থাকলে হবে না, দ্বিগুণ পরিশ্রম করতে হবে। কারণ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালানো হচ্ছে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে।”

আঁখি

×