ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

নবগঠিত জিয়া মঞ্চের আহবায়ক কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

আবিদুর রহমান নিপু, ফরিদপুর

প্রকাশিত: ১২:৫৫, ৪ জুলাই ২০২৫; আপডেট: ১২:৫৮, ৪ জুলাই ২০২৫

নবগঠিত জিয়া মঞ্চের আহবায়ক কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

ফরিদপুরে নবগঠিত জিয়া মঞ্চের ফরিদপুর জেলা শাখার আহবায়ক কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ‌ সকাল সাড়ে ১১ টার দিকে ‌ ফরিদপুর প্রেসক্লাবের মরহুম ‌ অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা ‌ মিলনায়তনে ‌ ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব  ইসলাম ‌ পিয়ালের ‌ ‌ সঞ্চালনায় এ সময় লিখিত বক্তব্য পেশ করেন ‌ নব গঠিত ‌ জিয়া মঞ্চের ‌  আহ্বায়ক  আব্দুল্লাহ আল মামুন এ সময়  নবগঠিত জিয়া মঞ্চ ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব এ বি সিদ্দিকী অপু, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


লিখিত বক্তব্যে তিনি জানান ‌ ইতি পূর্বে জিয়া মঞ্চ ফরিদপুর জেলা কমিটি ঘোষনা করা হয়েছিল। উক্ত কমিটিতে কিছু বিতর্কিত লোক থাকার কারনে কেন্দ্রীয় কমিটি উক্ত কমিটি বাতিল করেন এবং ২৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।এছাড়া  তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও শহীদ প্রিসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ কে ধারন করে কাজ করবে জিয়া মঞ্চ ফরিদপুর আহবায়ক কমিটি।


পরবর্তী কেন্দ্রীয় কমিটি ও জেলা বিএনপির নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে  স্বল্প সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ ‌ কমিটি ঘোষনা করা হবে।‌ এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সদস্য বৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আঁখি

×