ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

রাঙ্গুনিয়ায় মডেল মসজিদ উদ্বোধন করলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম

প্রকাশিত: ২০:০১, ৪ জুলাই ২০২৫

রাঙ্গুনিয়ায় মডেল মসজিদ উদ্বোধন করলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার (৪ জুলাই) ফলক উন্মোচন করে এটির উদ্বোধন ঘোষণা করেন তিনি। পরে মসজিদের কনফারেন্স কক্ষে বক্তব্যে তিনি জানান, ৪৩ শতক জমির উপর ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মসজিদে ১২০০ মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবেন। ১৩টি গাড়ি একসাথে পার্কিং করে রাখার সুবিধা রয়েছে।

উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আরও জানান, এরকম মসজিদ বিদেশে আছে, দেশে মডেল মসজিদ ছাড়া আর কোথাও নেই। যেখানে মাল্টিপারপাস ওয়ার্ক হবে। কোনো মানুষ মারা গেলে এখানে আধুনিক মানের গোসলের ব্যবস্থা আছে। অক্ষম মানুষের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে, হেফজখানা আছে। কিচেন ও ডাইনিং ব্যবস্থা রয়েছে। দেড় থেকে দুইশত মানুষের সেমিনার করার জন্য এসি কনফারেন্স কক্ষ ব্যবস্থা, ইসলামিক রিচার্জ সেন্টার, হজ্ব বুকিং ব্যবস্থা, লাইব্রেরি ব্যবস্থা, মেহমানখানায় বিশিষ্টজনদের থাকার ব্যবস্থাসহ নানা সুবিধা রয়েছে এই মডেল মসজিদে।

তিনি আশা প্রকাশ করেন, এই মসজিদের মাধ্যমে এলাকার অপরাধ প্রবণতা কমবে। এটাকে আবাদের দায়িত্ব এলাকাবাসীর উল্লেখ করে তিনি বলেন, ‘নির্মাণের কোনো ত্রুটি পরিলক্ষিত হলে ইউএনওকে জানালে তাৎক্ষণিক আমাদের টিম চলে আসবে।’ উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন৷ মসজিদটি নির্মাণের উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন। নির্মাণ কাজ বাস্তবায়ন করে গণপূর্ত অধিদপ্তর।

রাকিব

×