ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

আনোয়ারায় সড়ক ভেঙে তিন গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন

মো. জামশেদুল আলম, আনোয়ারা, চট্টগ্রাম

প্রকাশিত: ১৯:৫৬, ৪ জুলাই ২০২৫

আনোয়ারায় সড়ক ভেঙে তিন গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী, কেয়াগড় ও সিংহরা গ্রামের প্রায় দশ হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা চাতরী-কেয়াগড়-সিংহরা সংযোগ সড়কটি বৃষ্টির পানি ও জোয়ারে তলিয়ে গিয়ে বর্তমানে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত দুই দিন ধরে সড়কের অন্তত দুটি স্থানে ৩ থেকে ৪ ফুট পানি জমে থাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

কেয়াগড় গ্রামের বাসিন্দা সুকুমার দাশ জানান, “স্কুল, বাজার, অফিস, এমনকি হাসপাতালে যাতায়াতের জন্য এই সড়ক ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ নেই। এখন তো হাঁটাও কঠিন হয়ে পড়েছে। রোগী বা শিশুদের নিয়ে বের হওয়াই অসম্ভব হয়ে গেছে।”

সিংহরা গ্রামের বাসিন্দা মহিউদ্দিন বলেন, “সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় আমাদের জীবন কার্যত থমকে গেছে। কেউ অসুস্থ হলেও সময়মতো হাসপাতালে নিতে পারছি না। দ্রুত সংস্কার না হলে আশপাশের ফসলি জমিগুলোও ঝুঁকিতে পড়বে।”

সড়কটি তদারকির দায়িত্বে থাকা চাতরী ইউনিয়নের ইউপি সদস্য হাছান তারেক জানান, “বৃষ্টি ও জোয়ারের পানিতে সড়কের দুটি অংশ ইতোমধ্যেই ভেঙে গেছে। এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে।”

এ নিয়ে আনোয়ারা সিটিজেন ফোরামের আহ্বায়ক ও জ্যেষ্ঠ সাংবাদিক তৌহিদুল আলম বলেন, “চাতরী-কেয়াগড়-সিংহরা সংযোগ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কের উভয় পাশে রয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। দীর্ঘদিন ধরে সড়কের বেহাল অবস্থার কারণে কয়েক হাজার মানুষ দুর্ভোগে রয়েছেন। প্রতিবছর সংস্কার করা হলেও বর্ষায় তা আবার ভেঙে পড়ে। এতে সরকারি অর্থ অপচয় হয়, দুর্ভোগ থেকে যায়। টেকসই উন্নয়ন ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। উপজেলা প্রকৌশলীকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

আসিফ

×