
খুলনার মোংলা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী তেলবাহী ট্রেনের একটি বগি ও গার্ড ব্রেক লাইনচ্যুত হয়েছে চুয়াডাঙ্গার জীবননগরের উথলীতে। লাইনচ্যুত হওয়ার ঘটনায় খুলনার সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আটকা পড়েছে বেশ কয়েকটি ট্রেন। মালবাহী ট্রেনে ৩২ টি বগি রয়েছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে জীবননগর উথলী রেল স্টেশনের আদুরে উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ট্রেনের বগি লাইনচ্যুত হয়।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার একেএম ইউসুফ পলাশ জানান, মোংলা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী তেলবাহী ট্রেনের পিছনের একটি বগি ও গার্ড ব্রেক লাইনচ্যুত হয়। এ ঘটনায় খুলনার সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ডাউন নকশিকাঁথা ও খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর সাগরদাড়ী এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। ট্রেনে থাকা যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন ।
তিনি আরো জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মালবাহী ট্রেনের অন্য বাকিগুলো নিয়ে ট্রেনটি চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাত্রা করেছে। লাইনচ্যুত ঘটনাস্থল থেকে উদ্ধারের কার্যক্রম শুরু হয়েছে। লাইনচ্যুত বগিটি সরিয়ে নিতে পারলেই খুলনার সাথে সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক হবে দ্রুত সময়ে।
স্থানীয়রা জানান, বারবার একই রেলস্টেশন এলাকায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করলেও কি কারনে এ ধরণের ঘটনা ঘটছে তা জানা সম্ভব হয় না। লাইনচ্যুত হওয়ার ঘটনাটি গুরুত্ব সহকারে দেখলে এ ধরণের ঘটনা আর ঘটবে না।
Jahan