
ছবি: জনকণ্ঠ
আজ রংপুরে অনুষ্ঠিতব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসভায় যোগ দিতে নীলফামারী জেলা থেকে প্রায় ৩০ হাজার নেতাকর্মী ও সমর্থক রওনা হয়েছেন। সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে ছোট-বড় মিছিল সহকারে নেতাকর্মীরা রংপুর অভিমুখে যাত্রা শুরু করেন। বাস, মাইক্রোবাস, ট্রাক এবং মোটরসাইকেল যোগে তারা জনসভাস্থলে পৌঁছাচ্ছেন।
জনসভায় যোগ দিতে আসা নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তাদের চোখে-মুখে ছিল আত্মবিশ্বাস ও পরিবর্তনের প্রত্যাশা।
এ সময় কথা হয় ডিমলা উপজেলা থেকে আসা আবু তারেক (৩৫) এর সাথে। তিনি বলেন, "আমরা অনেক দিন পর একটা বড় জনসভায় অংশ নিতে পারছি, এটা আমাদের জন্য খুবই আনন্দের। পতিত সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। আশা করি, আগামী জাতীয় নির্বাচনে এই জনসভা আমাদের দাবি আদায়ে সহায়ক হবে।"
কিশোরগঞ্জ উপজেলা থেকে আসা তরুণ কর্মী সাঈদ আহমেদ (৩০) তার অনুভূতি ব্যক্ত করে বলেন, "আমি প্রথম বারের মতো এত বড় একটি জনসভায় যোগ দিচ্ছি। জামায়াতের আদর্শ এবং দেশের মানুষের মুক্তির জন্য আমরা সংগ্রাম করছি। আজকের এই জনসভা থেকে আমরা নতুন করে পথ চলার প্রেরণা পাব।"
ডোমার থেকে আসা আব্দুল আজিজ (৬০) বলেন, "আমাদের অনেক কষ্ট করে আসতে হয়েছে, কিন্তু মনের মধ্যে একটা শান্তি আছে। আমরা চাই দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক। জামায়াতই পারে এই দেশকে একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে।"
নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম নেতাকর্মীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, "নীলফামারী জেলার প্রতিটি উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী আজকের জনসভায় যোগ দিয়েছেন। প্রায় ৩০ হাজারেরও বেশি মানুষ ইতোমধ্যে রংপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই জনসভা প্রমাণ করে, দেশের মানুষ জামায়াতকে কতটা ভালোবাসে এবং তাদের মুক্তি চায়।
সাব্বির