ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় ৩০০-এর বেশি ফিলিস্তিনি নিহত

প্রকাশিত: ১৩:০৮, ৪ জুলাই ২০২৫

গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় ৩০০-এর বেশি ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

 

গাজা সরকার পরিচালিত মিডিয়া অফিস জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় ৩০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সময়ে ২৬টি রক্তক্ষয়ী গণহত্যা সংঘটিত হয়েছে বলে দাবি করেছে তারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গাজা জুড়ে ইসরাইলি হামলায় অন্তত ১১৮ জন নিহত ও ৫৮১ জন আহত হয়েছেন। এর মধ্যে বৃহস্পতিবার সকাল থেকেই ৭৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৩৩ জন ছিলেন বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (GHF) পরিচালিত ত্রাণকেন্দ্রে খাবারের জন্য লাইনে দাঁড়ানো মানুষ।

আল জাজিরার সাংবাদিকদের মতে, ইসরাইলি হামলায় দক্ষিণের আল-মাওয়াসিতে একটি তাঁবুতে ১৩ জন এবং গাজা সিটির পশ্চিমের মুস্তাফা হাফেজ স্কুলে ১৬ জন নিহত হয়েছেন, যেখানে হাজারো মানুষ আশ্রয় নিয়েছিলেন। হামলায় আহতদের দীর্ঘক্ষণ উদ্ধার করা যায়নি, অনেকেই আগুনে পুড়ে মারা গেছেন।

 

GHF বিতর্ক
GHF’র মার্কিন ঠিকাদাররা গাজায় খাদ্য বিতরণের নিরাপত্তার নামে লাইভ গুলি ও স্টান গ্রেনেড ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। দুইজন মার্কিন ঠিকাদার অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, তাদের কাছে থাকা নিরাপত্তাকর্মীরা প্রায়ই অযোগ্য ও অপ্রশিক্ষিত, এবং যেন তারা যা খুশি করার অনুমতি পেয়েছে। তবে GHF এক বিবৃতিতে এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে, “GHF বিতরণকেন্দ্রে কোনো সময় সাধারণ মানুষ গুলির শিকার হননি।”

ইসরাইলি গণমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সেনারা কমান্ডারদের আদেশে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইচ্ছাকৃতভাবে গুলি চালিয়েছে।

GHF’র কার্যক্রম নিয়ে আল জাজিরার নুর ওদেহ মন্তব্য করেছেন, “GHF শুধু ত্রাণ নয়, এর মাধ্যমে গাজায় আন্তর্জাতিক মানবিক ব্যবস্থার পরিবর্তে ইসরাইলের শর্তে ত্রাণ বিতরণ হচ্ছে, যা আসলে গাজার জনগণের ওপর চাপ বাড়ানোর কৌশল।”

বিশ্বের ১৩০টির বেশি মানবাধিকার সংস্থা, যেমন অক্সফাম, সেভ দ্য চিলড্রেন এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এক যৌথ বিবৃতিতে GHF বন্ধের দাবি জানিয়েছে। তারা বলেছে, “GHF কার্যক্রম ফিলিস্তিনিদের ওপর হামলায় সহায়তা করছে।” UNRWA জানিয়েছে, GHF চালু হওয়ার পর থেকে ৬৫০-এর বেশি ফিলিস্তিনি খাদ্য সংগ্রহের সময় নিহত হয়েছেন এবং প্রায় ৪,০০০ জন আহত হয়েছেন।

 

সম্ভাব্য যুদ্ধবিরতি
এদিকে হামাস জানিয়েছে, তারা গাজায় যুদ্ধ থামাতে ৬০ দিনের যুদ্ধবিরতির এক প্রস্তাব নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করছে। হামাসের দাবি, যুদ্ধবিরতি চুক্তিতে ইসরাইলি বাহিনী গাজা থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, ইসরাইল যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে, এখন হামাসকে চুক্তি করতে হবে না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

আঁখি

আরো পড়ুন  

×