
ছবি: সংগৃহীত।
মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের আশঙ্কা যখন প্রবল, তখন ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আগ্রাসনের প্রেক্ষিতে পাকিস্তান থেকে সরাসরি হুশিয়ারি দিলেন দেশটির প্রভাবশালী শিয়া আলেম ও সিনেট সদস্য আল্লামা রাজা নাসির আব্বাস জাফরী।
তিনি দৃঢ় ভাষায় বলেন, “ইরানে হামলা হলে পাকিস্তানে কোনো আমেরিকান নিরাপদে থাকতে পারবে না। ট্রাম্প কিংবা নেতানিয়াহু যখন আন্তর্জাতিক আইন মানে না, তখন আমরাও চুপ থাকব না।”
আল্লামা জাফরীর মতে, “ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুধু একটি দেশের ওপর নয়—পুরো মুসলিম উম্মাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এর জবাব হবে সর্বাত্মক ও ভয়াবহ।”
তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিইকে ইসলামী উম্মাহর ধর্মীয় নেতারূপে উল্লেখ করে বলেন, “যে ব্যক্তি আয়াতুল্লাহ খামেনিকে হুমকি দেবে, সে আল্লাহর শত্রু। ইসলাম অনুযায়ী তার শাস্তি মৃত্যুদণ্ড।”
জাফরী স্পষ্ট করে জানান, এটি শুধু কোনো এক আলেমের ব্যক্তিগত মত নয়, বরং একটি ধর্মীয় ফরমান বা ফতোয়া।
ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি ও মেহের নিউজ জানায়, পাকিস্তানি এই শিয়া নেতার হুশিয়ারির পাশাপাশি ইরানের শীর্ষ গ্র্যান্ড আয়াতুল্লাহ নাসের মাকরাম সিরাজি এবং হুসাইন নুরী হামিদানী-ও একত্রে ঘোষণা দিয়েছেন: “ইসলামী উম্মাহ বা ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আঘাত মানে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ। এর জবাব হবে ‘সংঘর্ষের রায়’।”
নুসরাত