ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করে পুলিশে দিলো জবি ছাত্রদল

মামুন শেখ, জবি সংবাদদাতা

প্রকাশিত: ১৭:৫৫, ৩ জুলাই ২০২৫

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করে পুলিশে দিলো জবি ছাত্রদল

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম শরিফুল ইসলাম সাজিদ। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ঐ বিভাগের ছাত্রলীগের সেক্রেটারি। তার বাড়ি গোপালগঞ্জ সদরের ব্যাংকপাড়া এলাকায়।

জানা গেছে, সাজিদ রিটেক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিভাগে উপস্থিত হলে ছাত্রদল বিষয়টি জানতে পেরে তাকে আটক করে। এসময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান খান বলেন, “গত সরকারের সময় আমাদের ওপর যেভাবে নির্যাতন চালানো হয়েছিল, আজকে আমরা সেই নির্যাতনের প্রতীককে আইনের হাতে তুলে দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া।”

ছাত্রদল নেতাদের অভিযোগ, সাজিদ পূর্বপরিকল্পিতভাবে ক্যাম্পাসে প্রবেশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সাজিদ ইসলাম’ নামের একটি আইডি থেকে আগের দিন এক উসকানিমূলক পোস্টও দেওয়া হয়। সেখানে লেখা ছিল— “কাল থেকে একদল তরুণের প্রবেশ হবে যাদের হারানোর কিছুই নেই... তারা হবে নির্ভিক, তারা হবে ভয়ংকর সুন্দর।”

তবে সাজিদ দাবি করেন, উক্ত ফেসবুক আইডিটি তার নয়। তিনি বলেন, “আমি কোনো উসকানিমূলক পোস্ট করিনি। আগামী সপ্তাহে আমার বিয়ে, তাই আজ এসে রিটেক পরীক্ষার জন্য আবেদন করতে চেয়েছিলাম।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, “ছাত্রদলের কিছু নেতাকর্মী ছাত্রলীগের এক নেতা সাজিদকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে আগে থেকেই সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা ছিল, সে কারণে আমরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেছি।”

আসিফ

×