
আওয়ামী লীগের একটি মেশিন ছিল যেখানে তারা মুক্তিযোদ্ধাদেরকে রাজাকার বানাতেন, আবার রাজাকারদের মুক্তিযোদ্ধা বানাতেন—এমন মন্তব্য করেছেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন।
তিনি বলেন, যারা সাড়ে ১৬ বছর ভারতের কথায় দেশ চালাতো, তারা ভারতীয় রাজাকার। মুক্তিযোদ্ধারা এ দেশের শ্রেষ্ঠ সম্পদ। যতদিন বাংলাদেশ নামের রাষ্ট্র থাকবে, ততদিন মুক্তিযোদ্ধাদেরকে এ জাতি স্মরণ করবে।
আজ ৩ জুলাই (বৃহস্পতিবার) গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা পরিষদের উদ্যোগে আয়োজিত জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের জেলা কাউন্সিলে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত কাউন্সিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন সরদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রধান উপদেষ্টা, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল করিম সরকার, কেন্দ্রীয় সহ-সভাপতি ও রংপুর অঞ্চল সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, জেলা উপদেষ্টা অধ্যাপক মাজেদুর রহমান।
আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম. এ. সবুর, আব্দুল জলিল তোতা, আব্দুল লতিফ মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে গাইবান্ধা জেলার শতাধিক বীর মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।
পরে মোঃ নুরুল আমীন সরদারকে সভাপতি ও আব্দুস সবুর সরকারকে সেক্রেটারি করে জাতীয় ২৫ সদস্যবিশিষ্ট গাইবান্ধা জেলা কমিটি গঠিত হয়।
সানজানা