ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

৭ সপ্তাহের বিচার শেষে দোষী সাব্যস্ত র‍্যাপার সীন কম্বস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮:০০, ৩ জুলাই ২০২৫

৭ সপ্তাহের বিচার শেষে দোষী সাব্যস্ত র‍্যাপার সীন কম্বস

ছবি: সংগৃহীত

সঙ্গীত জগতের এক সময়ের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব সীন "ডিডি" কম্বস যৌন পাচারের অভিযোগে খালাস পেলেও পতিতাবৃত্তির উদ্দেশ্যে পরিবহনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। সাত সপ্তাহব্যাপী উচ্চ-প্রোফাইল এই মামলার রায় বুধবার (২ জুলাই) ঘোষণা করে নিউ ইয়র্কের একটি আদালত।

১৩ ঘণ্টার বিচারিক আলোচনার পর জুরি বোর্ড কম্বসকে দুইটি অভিযোগে দোষী সাব্যস্ত করে: পতিতাবৃত্তিতে অংশগ্রহণের উদ্দেশ্যে পরিবহন। প্রতিটি অভিযোগের সর্বোচ্চ সাজা ১০ বছর করে।

৫৫ বছর বয়সী কম্বস আদালতে রায় ঘোষণার সময় হাসছিলেন এবং তার আইনজীবীদের সঙ্গে হাত মিলিয়ে জুরিদের উদ্দেশ্যে "ধন্যবাদ" জানান।

বিচারক অরুণ সুব্রমানিয়াম জুরিদের উদ্দেশে বলেন, “আপনারা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। এটা ছিল নিখাদ জনসেবার একটি রূপ।”

এই মামলায় প্রসিকিউশন দাবি করে, সীন কম্বস দীর্ঘদিন ধরে একটি অপরাধী গোষ্ঠীর নেতা হিসেবে কাজ করেছেন। অভিযোগে বলা হয়, তার নির্দেশেই দেহরক্ষী ও ঘনিষ্ঠরা মাদক পাচার, অপহরণ, ঘুষ, সাক্ষীকে ভয় দেখানো, বাধা প্রদান ও অগ্নিসংযোগের মতো কাজ করেছে।

কম্বসের বিরুদ্ধে দুইজন নারী সঙ্গীতশিল্পী ক্যাসান্দ্রা ভেনচুরা ও ছদ্মনামে পরিচিত জেন, যৌন নিপীড়নের অভিযোগ আনেন। তারা আদালতে সাক্ষ্য দেন যে, কম্বস তাদেরকে ভয় দেখিয়ে বহুবার যৌন সহিংসতা ও জোরপূর্বক যৌনতায় বাধ্য করেছেন।

প্রতিরক্ষা পক্ষ দাবি করে, যৌন সম্পর্ক ছিল সম্মতিপূর্ণ। তারা স্বীকার করে, কম্বসের সম্পর্কগুলোতে গার্হস্থ্য সহিংসতা ছিল, যার একটি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল।

তবে প্রসিকিউশনের বক্তব্য ছিল আরও কঠোর। তারা বলেন, "কম্বস মনে করতেন তিনি ধরাছোঁয়ার বাইরে। তার ভিকটিমসরা সাহস করে মুখ খুলবে — তিনি কল্পনাও করেননি।”

প্রত্যেকটি পতিতাবৃত্তির অভিযোগে কম্বসের সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এরই মধ্যে তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

মুমু ২

×