ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

দুই সপ্তাহে ৯০০ এর বেশি ভূমিকম্প

প্রকাশিত: ১৩:৩৭, ৩ জুলাই ২০২৫

দুই সপ্তাহে ৯০০ এর বেশি ভূমিকম্প

প্রায় দুই সপ্তাহে টোকারা দ্বীপপুঞ্জে ৯০০-র বেশি ভূমিকম্পে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আগের অনুরূপ ঘটনাগুলোর তুলনায় এবার প্রায় তিন গুণ বেশি কম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি জাপানের ভূমিকম্প তীব্রতা পরিমাপক স্কেলে (শিন্ডো স্কেল) লোয়ার ৫ মাত্রায় পৌঁছেছে।

জাপান আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, বুধবার বিকেল পর্যন্ত মোট ৯১১টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে তিনটি শিন্ডো লোয়ার ৫, ১৮টি শিন্ডো ৪ এবং বাকি কম্পনগুলো শিন্ডো ৩, ২ ও ১ মাত্রার ছিল। সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল ৫.৫ মাত্রার, যা বুধবার বিকেল ৩টা ২৬ মিনিটে তোশিমা গ্রামের আশেপাশে অনুভূত হয়।

আকুসেকি দ্বীপের স্থানীয় কমিউনিটির প্রধান ইসামু সাকামোতো The Japan Times-কে ফোনে বলেন, তিনি আশঙ্কা করছেন আরও বড় ভূমিকম্প আসতে পারে।

“আমি ভাবিনি পরিস্থিতি এতটা খারাপ হবে,” তিনি বলেন। “প্রথম শিন্ডো লোয়ার ৫ মাত্রার ভূমিকম্প হওয়ার পর ভেবেছিলাম কম্পন থেমে যাবে, কিন্তু এখন মনে হচ্ছে এর শেষ নেই।”

তিনি জানান, “কাঁপুনিটা আড়াআড়ি না, বরং খাড়া। প্রথমে একটা জোরে শব্দ হয়, তারপর মাটি দুলতে শুরু করে। এটা খুবই আতঙ্কজনক।”

স্থানীয় একটি অতিথিশালা পরিচালনাকারী সাকামোতো জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি আপাতত অতিথিশালার কার্যক্রম স্থগিত রেখেছেন।

আবহাওয়া সংস্থার ভূমিকম্প ও সুনামি বিভাগের কর্মকর্তা মাসাশি কিয়োমোতো বলেন, টানা এই ভূমিকম্পের কারণ এখনও পরিষ্কার নয়।

তিনি বলেন, “দুই বা চার বছর আগের ভূমিকম্পের তুলনায় এবার আমরা দ্বিগুণেরও বেশি মাত্রার কম্পন অনুভব করছি, কিন্তু দুঃখজনকভাবে এখনো জানি না এটা কেন ঘটছে বা ভবিষ্যতে কী হতে পারে।”

বুধবার ভোর ৪টা ৩২ মিনিটে টোকারা দ্বীপপুঞ্জে আরেকটি শিন্ডো লোয়ার ৫ মাত্রার ভূমিকম্প (মাত্রা ৫.০) রেকর্ড করা হয়। তবে এতে কোনো সুনামি সতর্কতা জারি হয়নি। এই ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১৬ কিলোমিটার।

কিয়োমোতো বলেন, “১০ থেকে ২০ কিলোমিটার গভীরতার মধ্যে শক্তিশালী ভূমিকম্প হলে সুনামির ঝুঁকি বেশি থাকে।” তিনি দ্বীপের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান।

এই ভূমিকম্পগুলো শুরু হয় ২১ জুন সকাল ৫টার দিকে, প্রথমদিকে শিন্ডো ১ এর নিচে দুর্বল কম্পন অনুভূত হয় যা ছিল প্রায় অনুভবের বাইরে। তবে সকাল ৮টার পর থেকে অনুভবযোগ্য ভূমিকম্পের হার বাড়তে থাকে।

এই দ্বীপপুঞ্জে এর আগেও অনুরূপ কম্পন হয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে শিন্ডো ১ বা তার বেশি মাত্রার মোট ৩৪৬টি ভূমিকম্প রেকর্ড করা হয়। আর ২০২১ সালের ডিসেম্বরে মোট ৩০৮টি কম্পন হয়, যার মধ্যে একটি ৬.১ মাত্রার ভূমিকম্প আকুসেকি দ্বীপে শিন্ডো আপার ৫ মাত্রা অর্জন করেছিল।

২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত তথ্য অনুযায়ী, টোকারা দ্বীপপুঞ্জের সাতটি বসবাসযোগ্য দ্বীপে মোট জনসংখ্যা ৬৬৮ জন, যার মধ্যে আকুসেকি দ্বীপে রয়েছে ৮৯ জন বাসিন্দা। 

সানজানা

×