
ছবি: সংগৃহীত
স্মার্টফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে? এর জন্য দায়ী হতে পারে আপনার ফোনে থাকা কিছু জনপ্রিয় অ্যাপ। বিশেষজ্ঞদের মতে, কিছু অ্যাপ ব্যাকগ্রাউন্ডে অবিরাম কাজ চালিয়ে গিয়ে ফোনের ব্যাটারি দ্রুত ফুরিয়ে দেয়। ফলে দিনের অর্ধেকের মধ্যেই ফোনের চার্জ শেষ হয়ে যায়। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এমনই ৫টি অ্যাপের নাম উঠে এসেছে, যা ব্যাটারি খরচ দ্বিগুণ বাড়িয়ে দিতে পারে।
ফেসবুক:
এটি সারাক্ষণ নোটিফিকেশন আপডেট করে, নিউজফিড রিফ্রেশ করে, ফলে ব্যাটারি দ্রুত ফুরিয়ে যায়।
ইনস্টাগ্রাম:
ছবি-ভিডিও লোড ও অটোপ্লের কারণে ব্যাটারির বড় শত্রু ইনস্টাগ্রাম।
টিকটক:
অল্প সময়ে বহু ভিডিও চালায়, ব্যাকগ্রাউন্ডেও প্রচুর ডেটা ব্যবহার করে।
গুগল ম্যাপস:
লোকেশন ট্র্যাকিং ও রিয়েল-টাইম নেভিগেশনের কারণে প্রচুর ব্যাটারি খরচ হয়।
স্ন্যাপচ্যাট:
স্টোরি ও লেন্স ফিল্টারের কারণে ব্যাটারিতে বড় প্রভাব ফেলে।
বিশেষজ্ঞরা বলছেন, এই অ্যাপগুলো ফোনে থাকলে একবার চার্জ দিলে সাধারণ দিনের তুলনায় দ্বিগুণ হারে চার্জ শেষ হয়। তাই প্রয়োজন ছাড়া ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধ রাখা, ব্যাটারি সেভার মোড চালু রাখা এবং অ্যাপগুলো নিয়মিত আপডেট করা উচিত। এছাড়া না-ব্যবহারের সময় অ্যাপ বন্ধ করে রাখা যেতে পারে।
স্মার্টফোনের চার্জ বাঁচাতে অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল বা লাইট ভার্সন ব্যবহার করার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
আঁখি