ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ওসি জায়েদ নুর অপসারিত, ভারপ্রাপ্ত ওসি যুযুৎ চাকমা

নিজস্ব সংবাদদাতা, পটিয়া (চট্টগ্রাম):

প্রকাশিত: ১৩:৩৩, ৩ জুলাই ২০২৫

ওসি জায়েদ নুর অপসারিত, ভারপ্রাপ্ত ওসি যুযুৎ চাকমা

চট্টগ্রামের পটিয়া থানার বিতর্কিত অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ নুরকে অবশেষে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন চন্দনাইশ থানার সাবেক ওসি (তদন্ত) যুযুৎ চাকমা যশ, যিনি বৃহস্পতিবার দুপুরে দায়িত্ব বুঝে নেন।

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিপেটার ঘটনায় ছাত্রদের প্রতিবাদে থানা ঘেরাও ও সড়ক অবরোধের মুখে বুধবার রাত সাড়ে ১০টায় ওসি জায়েদ নুরকে সরিয়ে ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদ পটিয়া থানায় আসেন এবং চলমান পরিস্থিতি ও পুলিশের ভূমিকা সম্পর্কে খোঁজখবর নেন।

গত মঙ্গলবার রাতে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলা ছাত্রলীগ নেতা দীপংকর তালুকদারকে আটকের পর থানার মাঠে স্লোগান দেওয়ার ঘটনায় পুলিশ বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্রদের ওপর লাঠিচার্জ করে।

এতে আহত হন ছাত্র আন্দোলনের সংগঠক আশরাফুল ইসলাম তৌকির (২১), মো. নাদিম (২১), আয়াস (১৬), আকিল (১৮), ইরফান উদ্দিন (১৮), তাসরিয়ান হাসান (১৮), রায়হান উদ্দিন (২০), সাইফুল ইসলাম (১৭), জাহেদুল করিম শাহী (১৮), মুনতাসির আহমদ (১৭) ও সাইফুল ইসলাম (১৮)। গুরুতর আহত রিদুয়ান, সাইফুল ও সোহাগকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বুধবার সকাল ১০টায় ছাত্ররা প্রথমে পটিয়া থানা ঘেরাও করে এবং পরে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের মডেল মসজিদ এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এতে মহামারীর সময় ওই রাস্তায় দুই প্রান্তে শত শত দূরপাল্লার গাড়ি আটকে পড়ে। অবরোধ সন্ধ্যা ৭টার দিকে উঠে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

ছাত্রদের পক্ষ থেকে ওসি অপসারণের আল্টিমেটাম দেওয়ার পর রাতেই তাকে প্রত্যাহার করে ডিআইজি রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়।

নুসরাত

×