
ছবি: সংগৃহীত
দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে দুর্নীতি দমন কমিশন (দুদক) সরাসরি জনগণের কাছ থেকে অভিযোগ গ্রহণ করে। ঘুষ, অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার, সরকারি সম্পদ ও অর্থ আত্মসাতসহ বিভিন্ন দুর্নীতির কর্মকাণ্ডের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানানো যায়।
দুদকের আইনে তফশিলভুক্ত অপরাধসমূহের মধ্যে রয়েছে:
সরকারি কর্তব্য পালনের সময় সরকারি কর্মকর্তা/ব্যাংকার/সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির ঘুষ/উপঢৌকন গ্রহণ;
সরকারি কর্মকর্তা/সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি অবৈধভাবে নিজ নামে/বে-নামে সম্পদ অর্জন;
সরকারি অর্থ/সম্পত্তি আত্মসাৎ বা ক্ষতিসাধন;
সরকারি কর্মকর্তার মাধ্যমে দুর্নীতির মাধ্যমে পরিচালিত ব্যবসা/বাণিজ্য;
সরকারি কর্মকর্তা কর্তৃক অন্যায়ভাবে কাউকে শাস্তি থেকে রক্ষা প্রদান;
কোনো ব্যক্তি কর্তৃক সরকারি কর্মকর্তাকে বেআইনিভাবে প্রভাবিত করা;
মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর অধীনে সংযুক্ত "দুর্নীতি ও ঘুষ" সম্পর্কিত সম্পৃক্ত অপরাধ;
সরকারি কর্মকর্তা-কর্মচারী/ব্যাংকার কর্তৃক জাল-জালিয়াতি এবং প্রতারণা ইত্যাদি।
অভিযোগ জানানোর মাধ্যম:
ই-মেইলে: অভিযোগ পাঠানো যাবে কমিশনের চেয়ারম্যান বরাবর ([email protected]);
ফেসবুক পেইজে: কমিশনের ভেরিফায়েড ফেসবুক পেইজ Anti-Corruption Commission - Bangladesh;
হটলাইনে: যেকোনো টেলিফোন বা মোবাইল নম্বর থেকে টোল ফ্রি হটলাইন ১০৬-এ কল করে অভিযোগ জানানো যাবে;
চিঠির মাধ্যমে: চেয়ারম্যান/পরিচালক (প্রধান কার্যালয়, ১ সেগুনবাগিচা, ঢাকা), অথবা ৮টি বিভাগীয় কার্যালয় অথবা ৩৬টি সমন্বিত জেলা/উপজেলা কার্যালয়ে সরাসরি অভিযোগ জমা দেওয়া যাবে।
অভিযোগ দাখিলের ধাপ:
কমিশনের নির্ধারিত ছক অনুযায়ী নিম্নোক্ত তথ্যসহ অভিযোগ দাখিল করতে হবে— ১. অভিযোগের বিবরণ ও সময়কাল
২. অভিযোগের সমর্থনে তথ্য-উপাত্ত
৩. অভিযুক্ত ব্যক্তির নাম, পদবি ও ঠিকানা
৪. অভিযোগকারীর (যদি থাকে) নাম, ঠিকানা ও টেলিফোন নম্বর
এছাড়া দেশের যেকোনো অঞ্চল থেকে সংশ্লিষ্ট জেলা/উপজেলা কার্যালয়ের ঠিকানায় গিয়ে অভিযোগ জমা দেওয়ার সুযোগ রয়েছে। সব ক্ষেত্রেই অভিযোগ গ্রহণের পর কমিশন প্রয়োজনীয় যাচাই-বাছাই করে তদন্ত বা ব্যবস্থা গ্রহণ করে থাকে।
উল্লেখ্য, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়। তাই যে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ নির্ভয়ে দুদকে জানাতে নাগরিকদের আহ্বান জানিয়েছে কমিশন।
তথ্যসূত্র: দুর্নীতি দমন কমিশন ওয়েবসাইট
আবির