ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

এই একটি কৌশল নিয়মিত করলেই ফোন আর স্লো হবে না

প্রকাশিত: ২২:২৭, ২ জুলাই ২০২৫

এই একটি কৌশল নিয়মিত করলেই ফোন আর স্লো হবে না

ছবি: সংগৃহীত

অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহার করতে করতে অনেক সময়ই আমরা দেখি ডিভাইস ধীর গতিতে চলছে, অ্যাপ হ্যাং করছে কিংবা ব্রাউজার ঠিকমতো লোড হচ্ছে না। এর অন্যতম কারণ হতে পারে জমে থাকা ক্যাশে ফাইল।

ক্যাশে কী এবং কেন জমে?

আপনি যখন কোনো অ্যাপ ব্যবহার করেন বা ওয়েবসাইটে ভিজিট করেন, তখন কিছু অস্থায়ী তথ্য যেমন: ছবি, ফাইল, কোড বা টেক্সট আপনার ফোনে সংরক্ষিত হয়। এগুলোই ক্যাশে। এতে করে পরবর্তীতে সেই অ্যাপ বা ওয়েবসাইট লোড করতে সময় কম লাগে।

তবে সময়ের সঙ্গে সঙ্গে এসব ফাইল জমে গিয়ে ফোনের মেমোরি দখল করে এবং ডিভাইসকে ধীর করে তোলে। অনেক সময় এসব ক্যাশে পুরোনো বা নষ্ট হয়ে গেলে অ্যাপ ক্র্যাশ, লোডিং সমস্যা ও হ্যাং হওয়ার মতো ঘটনা ঘটায়।

তাই ক্যাশে সময়মতো মুছে ফেললে ডিভাইস দ্রুত ও নির্ভরযোগ্যভাবে কাজ করে।

কীভাবে একক অ্যাপের ক্যাশে ক্লিয়ার করবেন

১. Settings অ্যাপ চালু করুন
আপনার অ্যান্ড্রয়েড ফোনের Settings (সেটিংস) অ্যাপ খুলুন।

২. Apps অপশনে যান
স্ক্রল করে নিচের দিকে গিয়ে Apps (বা কিছু ডিভাইসে Apps & Notifications) অপশনটি নির্বাচন করুন।

৩. একটি অ্যাপ বেছে নিন
এখানে ইনস্টল করা সব অ্যাপের তালিকা পাবেন। প্রতিটি অ্যাপ কতটুকু স্টোরেজ নিচ্ছে, তাও দেখানো হয়।
যেকোনো একটি অ্যাপ ট্যাপ করুন।

৪. Storage নির্বাচন করুন
অ্যাপ সম্পর্কিত বিস্তারিত তথ্য আসবে। সেখান থেকে Storage অপশন বেছে নিন।

৫. Clear Cache নির্বাচন করুন
এখানে দুটি অপশন থাকবে—Clear Data এবং Clear Cache।
কেবল ক্যাশে মুছতে Clear Cache ট্যাপ করুন।
(দ্রষ্টব্য: Clear Data চাপ দিলে অ্যাপের সব তথ্য মুছে যাবে।)

গুগল ক্রোম ব্রাউজারের ক্যাশে ক্লিয়ার করবেন যেভাবে

১. Chrome চালু করুন
গুগল ক্রোম অ্যাপ চালু করুন এবং উপরের ডান কোণায় থাকা তিন ডট মেনু চাপুন।

২. Settings-এ যান
মেনু থেকে Settings নির্বাচন করুন।

৩. Privacy & Security নির্বাচন করুন
স্ক্রল করে নিচে গিয়ে Privacy and Security অপশনে ট্যাপ করুন।

৪. Delete Browsing Data নির্বাচন করুন
এখানে আপনি ব্রাউজিং হিস্টোরি, কুকি, সাইট ডেটা ও ক্যাশে মুছে ফেলতে পারবেন।

৫. Basic অপশনে যান
এখানে Cached images and files চেকবক্সে টিক দিন এবং Delete Data চাপুন।

৬. Advanced অপশন (প্রয়োজনে)
চাইলে Advanced ট্যাবে গিয়ে আরও ডেটা যেমন: সেভ করা পাসওয়ার্ড, ফর্ম ডেটা ইত্যাদিও মুছে ফেলতে পারবেন।

ডিভাইসের ক্যাশে নিয়মিতভাবে ক্লিয়ার করলে মেমোরি ফাঁকা থাকে, ফোনের পারফরম্যান্স উন্নত হয়, এবং অ্যাপ বা ব্রাউজারে নানা সমস্যাও কমে যায়। আপনি চাইলে নির্দিষ্ট অ্যাপ বা ব্রাউজার থেকে আলাদাভাবে এই কাজটি করতে পারেন।

আবির

×