
ছবি: সংগৃহীত
ব্যবসা শুরু নিয়ে উত্তেজনায় অনেক সময় আমরা তাড়াহুড়ো করে ফেলি। ‘পারফেক্ট’ নাম খোঁজা কিংবা নতুন আইডিয়া রিসার্চ করার আগেই আপনাকে বুঝতে হবে—আপনি আসলে কোন পথে পা রাখতে চলেছেন।
উদ্যোক্তা হওয়া খুব একটা ঝলমলে কিংবা সহজ কিছু নয়। এটা চ্যালেঞ্জিং, অনেক সময় ভীষণ চাপের। তবে যদি আপনি ধৈর্য ধরে সঠিক প্রস্তুতি নেন, তাহলে এটা হতে পারে এক অসাধারণ রোমাঞ্চকর ও আত্মতৃপ্তিমূলক যাত্রা।
আর এই যাত্রার প্রথম ধাপই হলো—আপনি কেন ব্যবসা শুরু করতে চাইছেন, আর সফল হতে হলে কী কী প্রয়োজন হবে, সেটা ভালোভাবে বোঝা। এই গাইড আপনাকে সেটিই বুঝতে সাহায্য করবে এবং একজন উদ্যোক্তা হিসেবে প্রস্তুত করে তুলবে।
নিজেকে নিয়ে ভাবুন
শুরুর দিকে হয়তো পুরো ব্যবসাটা আপনাকেই একা গড়ে তুলতে হবে। তাই আপনাকে জানতে হবে—কেন আপনি প্রতিদিন ঘুম থেকে উঠে এই কাজটাই করতে চাইবেন? আপনার সীমাবদ্ধতাগুলো কী? আদৌ কি আপনার পাশে সাপোর্ট দেওয়ার মতো কেউ আছে?
তাই ব্যবসার পরিকল্পনায় যাওয়ার আগে প্রথমে নিজের ভেতরে তাকান এবং নিচের প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর খুঁজে নিন—
১. আপনি কেন ব্যবসা শুরু করতে চাচ্ছেন?
ব্যবসা শুরু করার পেছনে আপনার নিশ্চয়ই একাধিক কারণ আছে। হয়তো আপনি নিজের বস হতে চান, সন্তানদের জন্য একটা উত্তরাধিকার গড়ে তুলতে চান, বা হয়তো কোনো মিশনের জন্য এগোচ্ছেন। কারণ যেটাই হোক না কেন—ব্যবসা শুরু করার আগেই নিজেকে পরিষ্কারভাবে জানাতে হবে, “আমি কেন এটা করছি?”
২. আপনার শক্তি আর দুর্বলতা কী কী?
উদ্যোক্তা হিসেবে আপনাকে ব্যবসার প্রতিটি দিক সামলাতে হবে। তবে এর মানে এই না যে আপনি সবকিছুতেই ভালো হবেন। তাই বড় ভুল এড়াতে নিজের দক্ষতা ও সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করুন—যাতে দুর্বল জায়গাগুলো যথাসম্ভব পাশ কাটিয়ে চলতে পারেন।
৩. ব্যবসা চালানোর সুফল ও কষ্টগুলো আপনি কি বিবেচনায় এনেছেন?
নিজের বস হওয়া খুব ভালো লাগার বিষয়—কারণ সবকিছু আপনার নিয়ন্ত্রণে। তবে এই নিয়ন্ত্রণের সঙ্গে আসে অনেক দায়িত্ব, চাপ আর ঝুঁকি। তাই সুবিধা যেমন আছে, তেমনি অসুবিধাগুলোও আপনাকে খতিয়ে দেখতে হবে।
৪. সঠিক মানুষের পরামর্শ নিয়েছেন তো?
একঘরে হয়ে ব্যবসা শুরু করবেন না। যাদের আপনি বিশ্বাস করেন, এমন মানুষের সঙ্গে কথা বলুন—আপনার লক্ষ্য, পরিকল্পনা, স্বপ্নগুলো শেয়ার করুন। তাদের কাছ থেকে আপনি মূল্যবান পরামর্শ ও সহায়তা পেতে পারেন। যদি না জানেন কার সঙ্গে কথা বলবেন, তাহলে নিচে কিছু পরামর্শ দেওয়া হলো।
৫. আপনি কি গুরুত্বপূর্ণ স্টার্টআপ প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন?
SCORE (Counselors to America’s Small Business) নামক একটি অলাভজনক সংগঠন রয়েছে, যারা উদ্যোক্তাদের গাইড ও সাপোর্ট দিয়ে থাকে। তারা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার পরামর্শ দেয়, যাতে আপনার সাধারণ উদ্যোক্তা-জ্ঞান এবং ব্যবসা শুরুর ধাপগুলো কেমনভাবে সামলাবেন, সেটা স্পষ্ট হয়ে ওঠে।
ব্যবসা শুরু মানেই শুধু নাম-আইডিয়া নয়—প্রথমে নিজেকে জানুন, বুঝুন এবং প্রস্তুতি নিন। কারণ আপনি যত বেশি সচেতন ও প্রস্তুত হবেন, ততই আপনার উদ্যোক্তা-ভবিষ্যৎ হবে দৃঢ় ও সফল।
আবির