
ছবি: সংগৃহীত
ভক্ত বলে যার হৃদয় জ্বলে,
দীপ্তিতে তার চক্ষু চলে।
দুনিয়া বলে, ‘স্বপ্ন এ এক’,
ভক্ত বলে-হোসাইনরে দেখ!
ভয় কী জালিমের শক্তিতে,
যে দেখে হোসাইনরে ভক্তিতে,
কী প্রেম, কী চেতনা তার
কলমেও হয় রণ-হুঙ্কার!
ভক্ত সে-ই, যে শুধু নামে নয়,
আদর্শে, ত্যাগে হোসাইনের হয়।
অশ্রুতে যার কারবালার ধূলি,
প্রাণে বাজে ‘ইয়া হোসাইন’ বুলি!
ভক্ত দীপ্ত সিপাহী এক,
মসী তার ঢাল, চেয়ে তুই দেখ,
বাবা ইসমাইল কাদরী-সেই নামের আলো,
হৃদয়ে তার আজো জ্বলে হোসাইনের আলো।
রাকিব